ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের নতুন সংখ্যা প্রকাশ করেছে গাজা কর্তৃপক্ষ। জানানো হয়েছে, গাজায় নিহত হয়েছেন ৬১ হাজার ৭০৯ জন। যারা নিখোঁজ ছিলেন, তাদেরকে মৃত ঘোষণা করায় এই সংখ্যা বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। গাজা সরকারের তথ্য অফিসের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘাতে নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে। এছাড়া কমপক্ষে ১৪ হাজার ২২২ জন এখনও ধ্বংসস্তূপের নিচে অথবা উদ্ধারকারীদের নাগালের বাইরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গাজা শহরের আল-শিফা হাসপাতালে বক্তব্য দেয়ার সময় সালামা মারুফ সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে শিশুই ১৭ হাজার ৮৮১, যার মধ্যে ২১৪ নবজাতক রয়েছে।
সম্প্রতি ইসরাইল এবং হামাসের যুদ্ধবিরতির মধ্যেই নিহতের নতুন সংখ্যা জানানো হলো। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজায় ইসরাইলের টানা ১৫ মাসের ‘গণহত্যা’ বন্ধ হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।
এদিকে, যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকায় ফিলিস্তিনি উদ্ধারকারীরা গাজার যেসব অংশে এতদিন পৌঁছাতে পারেননি, সেখানেও পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।