নিখোঁজ সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার

Spread the love

রাতভর নিখোঁজ থাকার পর এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার হল এলাকারই একটি মাঠে! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম আবদুর রউফ। বয়স – ৩৫ বছর। পরিবারের সদস্যদের দাবি, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, পেশায় সিভিক ভলান্টিয়ার আবদুর অন্যান্য দিনের মতোই শনিবারও (২৯ মার্চ, ২০২৫) কাজে গিয়েছিলেন। জানা গিয়েছে, ওই দিন তাঁর ডিউটি শেষ হয় রাত ১১টা নাগাদ। সাধারণত – ডিউটি শেষ হলেই বাড়ি ফিরে আসতেন আবদুর। কিন্তু, শনিবার তেমনটা হয়নি।

রাত অনেকটা হওয়ার পরও যখন আবদুর বাড়ি ফিরলেন না, তখন খুব স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের সদস্যরা দুশ্চিন্তা করতে থাকেন। জানা গিয়েছে, আবদুর সাগরপাড়া থানা এলাকার কুতুবপুরের বাসিন্দা ছিলেন। শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় বারাবার পরিবারের সদস্যরা মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি।

ঘটনা ক্রমে জানাজানি হয়। এলাকাবাসীরাও জমা হতে শুরু করেন। রাতেই এলাকার বিভিন্ন জায়গায় আবদুরের খোঁজে তল্লাশি চালান তাঁরা। কিন্তু, ওই সিভিক ভলান্টিয়ারকে রাতভর কোথাও খুঁজে পাওয়া যায়নি। যদিও, সকাল হতেই চাঞ্চল্যকর খবর আসে। জানা যায়, এলাকারই একটি মাঠের মধ্যে কোনও এক যুবককে পড়ে থাকতে দেখা গিয়েছে।

এই খবর পেয়েই আবদুরের পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা সেখানে ছুটে যান। তাঁরা দেখেন, ওই যুবক আসলে আবদুরই। স্থানীয় বাসিন্দারা সেই অবস্থাতেই আবদুরকে মাঠ থেকে তুলে নিকবর্তী সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসকরা আবদুরকে পরীক্ষা করে জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। কীভাবে ডিউটি শেষ করে আসা আবদুর মাঠের মধ্যে এলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশও। তারা আপাতত আবদুরের দেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। তাহলে অন্তত আবদুরের মৃত্যুর কারণ ও সময় সম্পর্কে অবগত হওয়া যাবে। যদিও ইতিমধ্যেই পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলতে শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *