নিষিদ্ধ Shein-কে ভারতে ফেরালেন আম্বনিরা

Spread the love

পাঁচ বছর ভারতে নিষিদ্ধ থাকার পর ফের নতুন করা চালু হল শেইন (Shein)। রিলায়েন্স রিটেল শেইনের নতুন অ্যাপ লঞ্চ করেছে ইতিমধ্যেই। অ্যাপটির নাম শেইন ইন্ডিয়া ফাস্ট ফ্যাশন (Shein India Fast Fashion)। ১ ফেব্রুয়ারি এই অ্যাপটি লঞ্চ হয়ে গিয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। যদিও রিলায়েন্সের তরফ থেকে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

গালওয়ানে ভারত ও চিনা সেনার সংঘর্ষের পরে ধাপে ধাপে প্রচুর চিনা অ্যাপ নিষিদ্ধ হয়েছিল ভারতে। নিরাপত্তাজনিত কারণেই সেই সব অ্যাপকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। তার মধ্যে অন্যতম ছিল ‘শেইন’। চিনের এই ফ্যাশন ব্র্যান্ড একটা সময় বেশ জনপ্রিয় হয়েছিল ভারতে। তবে নিষেধাজ্ঞার জেরে ভারত ছাড়তে হয়েছিল তাদের। সেই চিনা সংস্থা ফের একবার ভারতে ফিরে এসেছে। এবার এই ব্র্যান্ডটিকে ভারতে এনছেন মুকেশ আম্বানির রিলায়েন্স। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স এই চিনা ব্র্যান্ডকে ভারতে ফিরিয়েছে, বা বলা ভালো, নতুন করে লঞ্চ করেছে। তবে এই ক্ষেত্রে কঠোর সব সরকারি শর্ত মেনেই ব্যবসা করতে হবে শেইন-কে।

এর আগে এই বিষয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতের ‘ডেটা লোকালাইজেশন’ নিয়ম মেনেই ফের এদেশে ব্যবসা শুরু করতে পারবে এই ‘চিনা ব্র্যান্ড’। এবং ডেটা সংক্রান্ত যাবতীয় অধিকার ভারতীয় পার্টনারের হাতে ছেড়ে দিতে হবে শেইন-কে। এই ক্ষেত্রে শেইন-এর হয়ে এই সব ডেটা সংরক্ষণ করতে হবে রিলায়েন্সকে। এবং উভয় পক্ষকেই ভারতীয় আইন এবং নিয়ম মেনে ব্যবসা করতে হবে বলে সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন পীযূষ গোয়েল। প্রসঙ্গত, ২০০৮ সালে শেইন সংস্থাটির প্রতিষ্ঠা করেছিলেন ক্রিস জু। ভারতে ধাক্কা খাওয়ার পরই সংস্থাটি তাদের হোম বেস, চিন থেকে সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছিল।

এই আবহে এর আগে সংসদে শেইন-এর ভারতে ফিরে আসা নিয়ে পীযূষ গোয়েল জানিয়েছিলেন, রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের অধীনস্থ আরআরএল (রিলায়েন্স রিটেল লিমিটেড) রোডগেট বিজনেস পিটিই লিমিটেডের সঙ্গে প্রযুক্তিগত চুক্তি করেছে। উল্লেখ্য, এই রোডগেট বিজনেস হল সিঙ্গাপুর ভিত্তিক সংস্থা। এরা শেইন-এর মালিক। এই আবহে রিলায়েন্সের জন্যে শর্ত হল, শেইন এখানে শুধুমাত্র টেকনোলজি সরবরাহকারী হিসেবে কাজ করতে পারবে। এবং ভারতে এই প্ল্যাটফর্মের মালিকানা পুরোপুরি রিলায়েন্সের হাতে থাকতে হবে। লাইসেন্স সংক্রান্ত চুক্তিতে নাকি সেই শর্ত পূরণও করেছে রিলায়েন্স। এদিকে ভারতের থেকে পাওয়া কোনও ডেটার ওপরে শেইন-এর কোনও অধিকার থাকবে না। শেইনের পণ্যগুলি রিলায়েন্স রিটেলের অ্যাপে এবং রিলায়েন্স রিটেইলের অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে। ভারতে তাদের ব্যবসার বিষয়ে শেইনের কিছু বলার অধিকার থাকবে না। তাদের ব্যবসায়িক কার্যকলাপের সম্পূর্ণটাই পরিচালনা করবে রিলায়েন্স রিটেইলের মালিকানাধীন সংস্থা। চুক্তি অনুযায়ী, শেইন ভারতে এই ব্যবসায় বিনিয়োগ করবে না কিন্তু রিলায়েন্সের সংস্থা থেকে লাভের অংশ হিসেবে লাইসেন্স ফি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *