একেই বলে ইঁটের জবাবে পাথর ছোঁড়া। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে গিয়ে পঞ্জাব কিংস ব্যাটিং তাণ্ডব চালায়। তবে নিজেদের ডেরায় এমন লাঞ্ছনা সহ্য হয়নি অরেঞ্জ আর্মির। ফলে সানরাইজার্সও পালটা হামলা চালায় পঞ্জাব শিবিরে। বলা বাহুল্য, অভিষেক শর্মার জবাবি হামলার কোনও প্রতিরোধ ছিল না শ্রেয়স আইয়ারদের কাছে। ফলে বিরাট ইনিংস গড়ে তুলেও হারের মুখ দেখতে হয় পঞ্জাবকে।
শনিবার উপ্পলে আইপিএল ২০২৫-এর ২৭তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আইপিএলের ইতিহাসে এটি পঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন পঞ্জাব দলনায়ক শ্রেয়স আইয়ার। তিনি ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৩৬ বলে ৮২ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন শ্রেয়স। এমন ধুমধাড়াক্কা ইনিংসে শ্রেয়স ৬টি চার ও ৬টি ছক্কা মারেন।
এছাড়া ১৩ বলে ৩৬ রান করেন প্রিয়াংশ আর্য। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ২৩ বলে ৪২ রান করেন প্রভসিমরন সিং। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ২২ বলে ২৭ রান করেন নেহাল ওয়াধেরা। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ৪২ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন হার্ষাল প্যাটেল। ইশান মালিঙ্গা ৪৫ রানে ২টি উইকেট তুলে নেন। শামি ৪ ওভারে ৭৫ রান খরচ করেও কোনও উইকেট পাননি। তিনি আইপিএলের এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের হতাশাজনক নজির গড়েন।
পালটা ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ শুরু থেকে ঝড় তোলে। তারা ওপেনিং জুটিতে ১৭১ রান তুলে ফেলে। ট্র্যাভিস হেড ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৩৭ বলে ৬৬ রান করে আউট হন। আগ্রাসী ইনিংসে হেড মোট ৯টি চার ও ৩টি ছক্কা মারেন।
আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন অভিষেক। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অভিষেকের থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলেছেন কেবল ক্রিস গেইল (অপরাজিত ১৭৫) ও ব্রেন্ডন ম্যাকালাম (অপরাজিত ১৫৮)।
রান তাড়া করে দ্বিতীয় বৃহত্তম জয়
সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে সানরাইজার্স। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড। আইপিএলে দ্বিতীয় ইনিংসে সব থেকে বেশি ২ উইকেটে ২৬২ রান তুলে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে পঞ্জাব কিংসের। ২০২৪ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে এই রেকর্ড গড়ে পঞ্জাব। এবার পঞ্জাবের ২৪৫ রান তাড়া করে সেই তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় হায়দরাবাদ।
আইপিএলে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
অভিষেক শর্মা ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৪০ বলে। সাহায্য নেন ১১টি চার ও ৬টি ছক্কার। অভিষেক শেষমেশ ৫৫ বলে ১৪১ রান করে আউট হন। এমন ধুমধাড়াক্কা ইনিংসে তিনি ১৪টি চার ও ১০টি ছক্কা মারেন।