চিপকে অনুশীলনের ফাঁকে নিজের প্লেট থেকে পথকুকুরকে খাওয়ালেন ধোনি(Dhoni)! সোশ্য়াল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো। ভক্তদের মন জিতলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবারও ভক্তদের মন জয় করলেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (CSK) ক্যাম্প চলাকালীন এক পথকুকুরকে খাবার খাইয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন মাহি।
চেন্নাই সুপার কিংস তাদের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ধোনি নিজের প্লেট থেকে খাবার নিয়ে পথকুকুরটিকে দিচ্ছেন। কুকুরটিও আনন্দের সঙ্গে তা খাচ্ছিল, আর ধোনি মনোযোগ দিয়ে সেটি দেখছিলেন। দলের অন্যান্য খেলোয়াড়রাও এই মুহূর্তটির সাক্ষী ছিলেন এবং সকলেই ধোনির এই দয়ালু আচরণকে উপভোগ করছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৮তম আসর জমজমাট হতে চলেছে। মেগা নিলামের পর বেশিরভাগ দলেই বড় পরিবর্তন হয়েছে। নতুন খেলোয়াড়দের নিয়ে দলগুলো সাজানো হয়েছে। এবার অনেক নতুন মুখ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে। যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।
মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই চেন্নাইয়ে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার দলে উপস্থিতি শুধু খেলার জন্য নয়, বরং মাঠ ও মাঠের বাইরে তার দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
নতুন অবতারে মহেন্দ্র সিং ধোনি-
এদিকে IPL 2025 শুরুর আগে নতুন অবতারে ভক্তদের সামনে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। এবার নতুন অবতারে ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ লুকে ভক্তদের সামনে এলেন মাহি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি বিজ্ঞাপন যেখানে ধোনির নতুন এই লুক সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ধোনিকে তাঁর ছবি ‘অ্যানিমাল’-এর নায়ক করে দেখিয়েছেন। এই চরিত্রটাই সিনেমাতে রণবীর কাপুর অভিনয় করেছিলেন। এবার সেই লুকেই মহেন্দ্র সিং ধোনিকে তুলে ধরলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।