দাড়ি কাটা যাবে না! দাড়িতে দেওয়া যাবে না কোনও রকমের ‘স্টাইলিশ’ ছাঁট! এবার এমনই ফতোয়া জারি করল নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-ইসলাম (এলআই)। প্রতিবেশী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকার বেশ কিছু অংশে এই ফতোয়া জারি করেছে তারা।
পাক সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই বিষয়ে ‘নিষেধাজ্ঞা’ আরোপ করে স্থানীয় পুরুষদের সতর্ক করা হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় নাপিতদেরও।
স্থানীয় সূত্র উদ্ধৃত করে ‘ডন’-এর সংশ্লিষ্ট প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ নিয়ে ওই এলাকায় রীতিমতো লিফলেট বিলি করতে শুরু করেছে এলআই। সেই লিফলেটের বার্তা লেখা হয়েছে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনের কমান্ডার চামথু আফ্রিদির নামে। বিভিন্ন বাজায় এলাকাগুলিতে এই লিফলেট বিলি করা হচ্ছে। বিশেষ করে বার বাগ মার্কাজ এলাকায় সবথেকে বেশি এ নিয়ে প্রচার করা হচ্ছে। এমনকী, দাড়ি না কাটার জন্য স্থানীয় বাসিন্দা এবং নাপিতদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এখানেই শেষ নয়। স্থানীয় বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী – এমনকী এলাকার যুবকদের উদ্দেশ্যেও ফতোয়া জারি করেছে এলআই। সংশ্লিষ্ট লিফলেটে ঘোষণা করা হয়েছে, চলতি রোজার মাসে কোনও দোকান বা ব্যবসায়ী যদি কোনও পণ্য়ের দাম বাড়ান কিংবা যদি তাঁরা কোনও পণ্য মজুত করে রাখেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়া হবে’।
আর স্থানীয় যুবকদের বলা হয়েছে, তাঁরা বরফ ব্যবহার করতে পারবেন না! একান্ত প্রয়োজন না হলে মোটরবাইকে চড়ে কোথাও যাতায়াত করতে পারবেন না!
ফতোয়া জারি করা হয়েছে, মোবাইল ও কম্পিউটারের ব্যবহার নিয়েও। এলআই-এর বক্তব্য হল, মোবাইল ও কম্পিউটারে কোনও আপত্তিকর বা নিষিদ্ধ বিষয় ডাউনলোড করা যাবে না। বিশেষ করে নাবালকদের এসব থেকে দূরে থাকতে বলা হয়েছে।
এলাকার প্রাপ্তবয়স্কদের ‘নির্দেশ’ দেওয়া হয়েছে, তাঁরা যেন সর্বক্ষণ নাবালক ও অল্পবয়সীদের উপর নজর রাখেন। এবং রামজানের মাসে যেন কারও সঙ্গে কোনও ঝগড়া বা মারপিট না করেন। তাহলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে! এবং যাঁরা এই ফতোয়া মানবেন না, তাঁদের শাস্তিও ভোগ করতে হবে।
এছাড়াও, স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছে, কেউ যদি এলআই-এর নাম করে, অস্ত্র দেখিয়ে তোলা আদায় করতে আসে, তাহলে যেন সবার আগে তাদের নেতৃত্ব ও সদস্যদের কাছে খবর পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এলআই-এর সশস্ত্র সদস্যরা এলাকায় ঢুকে বিভিন্ন দোকানে এই লিফলেটগুলি বিলি করে গিয়েছে। এবং সেগুলি যাতে অধিকাংশ মানুষের চোখে পড়ে, তার জন্য জনবহুল বিভিন্ন জায়গায় সেগুলি সেঁটে দেওয়া হয়েছে।