অক্ষয় কুমারের ছবি ‘কেশরি চ্যাপ্টার ২’ ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেল। বৃহস্পতিবার মুম্বইতে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই স্পেশাল স্ক্রিনিংয়ে অনেক বলিউড তারকাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেত্রী কাজলও। অনুষ্ঠানের নানা ভিডিয়ো ও ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। তাদের মধ্যে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে কাজলকে পাপারাৎজির উপর বিরক্ত হতে দেখা গিয়েছে। রীতিমতো চটে গিয়েছিলেন নায়িকা। আর তাঁর এই আচরণের ভিডিয়ো প্রকশ্যে আসতেই ট্রোল করা হচ্ছে নায়িকাকে।
ভাইরাল ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
ভাইরাল ভিডিয়োতে, কাজলকে রেড কার্পেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে অনন্যা পান্ডেও আসেন। কাজল এবং অনন্যা কথা বলছিলেন ঠিক তখনই পাপারাৎজিরা কাজলের নাম ধরে চিৎকার করতে শুরু করেন। এর পর অনন্যা রেড কার্পেট থেকে সরে যান। আর তা হতেই পাপারাৎজির উপর চটে যান কাজল। তাঁদের কথায় বিরক্ত হয়ে বলেন, একটু শান্ত হন।
কাজলের ভিডিয়োতে দেখে নেটিজেনরা কে কী বলেছেন?
এই ভিডিয়োটি দেখে নেটিজেনরা কাজলকে ট্রোল করছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘এঁর উপর জয়া বচ্চনের প্রভাব পড়েছে। অন্য আর একজন লেখেন ‘পরবর্তী জয়া বচ্চন’। আর এক নেটিজেন কাজলকে অমিতাভ-পত্নীর সঙ্গে তুলনা করে তাঁকে ‘জয়া বচ্চন জুনিয়র’ বলে কটাক্ষ করেন।
কাজলের লুকের প্রশংসা…
তবে তাঁর আচরণ নিয়ে যতই চর্চাই শুরু হোক না কেন, ‘কেশরি চ্যাপ্টার ২’-এর স্ক্রিনিংয়ে কাজলের লুক সবার মন জয় করে নিয়েছে। লেমন গ্রিন রঙের টাই এবং ডাই স্যুট পরে এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নায়িকা। একদিকে, যেমন নেটিজেনরা তাঁর লুক নিয়ে তাঁকে ট্রোল করেছিলেন। অন্যদিকে, কিছু নেটিজেন কাজলের লুক দেখে উচ্ছ্বাসিতও হয়েছেন। একজন লেখেন, ‘আপনি খুব সুন্দর।’ অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, তোমার এই লুকটা আমার পছন্দ হয়েছে।’ তাছাড়াও অনেক এই ভিডিয়োটিতে হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।