পায়ের চোটে কাবু দ্রাবিড়ের কুশল সংবাদ নিতে এগিয়ে গেলেন ধোনি

Spread the love

হতে পারে রবিবার গুয়াহাটিতে তাঁরা প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে ম্যাচ শেষ হওয়ার পরে বর্ষাপাড়া স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন যখন মহেন্দ্র সিং ধোনি আহত রাহুল দ্রাবিড়কে দেখতে এগিয়ে যান। পায়ের চোটে কাবু দ্রাবিড় ক্লাচের সাহায্য নিয়ে মাঠে নামেন ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের জন্য। উল্লেখ্য, রাজস্থান রয়্যালস রবিবার আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ছয় রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয়।

আরসিবি ম্যাচে ধোনির ৯ নম্বরে ব্যাট করতে নামা নিয়ে বিস্তর সমালোচনা হয়। রাজস্থান ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। যদিও দলের জয় নিশ্চিত করতে পারেননি। উত্তেজনাপূর্ণ ম্যাচের পরে মাহি দ্রাবিড়ের দিকে এগিয়ে যান। রাহুল আইপিএল ২০২৫ শুরুর আগে বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ খেলার সময় পায়ে আঘাত পান।

দুই তারকা কিছুক্ষণ কথা বলেন, তারপর ধোনি চেন্নাইয়ের তরুণ খেলোয়াড়দের দ্রাবিড়ের সঙ্গে সৌজন্য বিনিময় করতে বলেন। ধোনি অবশ্য তখনও রাহুেলর পাশেই দাঁড়িয়ে ছিলেন। সঙ্গত কারণেই ধোনি ও রাহুলের পারস্পরিক সৌজন্য বিনিময়ের এই ছবি নেটিজেনদের মনে ধরে।

প্রথম দু’ম্যাচে হারের মুখ দেখে রাজস্থান রয়্যালস। তারা অ্যাওয়ে ম্যাচে হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদের কাছে। পরে ঘরের মাঠে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্সের কাছে। প্রাথমিক সেই দুশ্চিন্তা কাটিয়ে অবশেষে মরশুমের প্রথম জয় তুলে নেয় রাজস্থান। রবিবার গুয়াহাটির হোম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে টানটান জয় তুলে নেয় রয়্যালস। রিয়ানের নেতৃত্বে রাজস্থানের এটিই প্রথম জয়।

ম্যাচ জিততে শেষ তিন ওভারে ৪৫ রানের প্রয়োজন ছিল চেন্নাইয়ের। ব্যাট করছিলেন ধোনি এবং রবীন্দ্র জাদেজা। গত মরশুমে চেন্নাইয়ের হয়ে খেলা মাহিশ থিকশানা ১৭তম ওভারে দুরন্ত বল করে রাজস্থানের জয়ের পথ প্রস্তুত করেন। সেই ওভারে তিনি মোটে ৬ রান খরচ করেন। ১৮তম ওভারে তুষার দেশপান্ডের বলে ধোনি একটি ছয় এবং একটি চার মারেন। জাদেজাও সেই ওভারে ১টি ছয় মারেন।

শেষ ওভারে জিততে চেন্নাইয়ের দরকার ছিল ২০ রান। সন্দীপ শর্মা শেষ ওভারে ধোনিকে আউট করেন এবং দলের জয় নিশ্চিত করেন। রাজস্থানের ৯ উইকেটে ১৮২ রানের জবাবে চেন্নাই আটকে যায় ৬ উইকেটে ১৭৬ রানে। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রাজস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *