আলিপুরদুয়ার: পূর্ত বিভাগের কামাখ্যাগুড়ি সাব-ডিভিশন অফিসের কোয়ার্টার থেকে উদ্ধার হল নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ। মৃতের নাম অমর দে, তাঁর বয়স ৪৭।
বুধবার এদিন সকালে পূর্ত বিভাগের কামাখ্যাগুড়ি সাব-ডিভিশন অফিসের কোয়ার্টারে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিন জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।