প্রয়াত পোশাকশিল্পী রোহিত বলের স্মরণে হওয়া ফ্যাশন শোতে কেঁদে ফেললেন সোনম

Spread the love

বেশ কিছুদিন হল ইহলোকের মায়া ত্যাগ করেছেন বিখ্যাত পোশাকশিল্পী রোহিত বল। ফ্যাশন দুনিয়ায় তাঁর অবদান অনস্বীকার্য। তিনি না থাকলেও তাঁর সৃষ্টি সকলের মনে থেকে যাবে। সোনমের সঙ্গে রোহিতের খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই তাঁর স্মরণে হওয়া বিশেষ এক ফ্যাশন শোতে যোগ দেন সোনম। প্রয়াত পোশাকশিল্পীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।

এক সাক্ষাৎকারে সোনম রোহিতের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্কের কথা ভাগ করে নিয়েছেন। তিনি রোহিত বলের ডাকনাম উল্লেখ করে বলেছিলেন, ‘গুড্ডার জন্য এখানে আসতে পেরে আমি খুব খুশি। আমি অনেকবার ওঁর পোশাক পরেছি। ও আমার জন্য পোশাক ডিজাইন করেছে। তাই এই প্রদর্শনীর অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। ঐতিহ্যের উদযাপন, কারুশিল্পের উদযাপন… সবটা মিলিয়ে এই উদযাপন খুব সুন্দর এবং আনন্দদায়ক ছিল। আমি যে ধরনের পোশাক পরতে পছন্দ করি, রোহিত আমার জন্য ঠিক সেরকমই পোশাক বানাতেন।’

রোহিত বলের ডিজাইন জটিল কারুকাজ, ঐতিহ্যের মেলবন্ধন। এর সঙ্গে ভারতের সংস্কৃতিরও গভীর সংযোগ রয়েছে। তাঁর সম্মানে ফ্যাশন শোতে পরিচালক, প্রযোজক থেকে অভিনেতা এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব-সহ বিভিন্ন ক্ষেত্রের ৬৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ডিজাইনারকে শ্রদ্ধা জানাতে র‌্যাম্পেও বহু তারকা হেঁটেছিলেন মধুর ভান্ডারকর, ডিজাইনার জেজে ভালয়া এবং অভিনেতা ঈশা গুপ্তা, রাহুল দেব এবং মুগ্ধা গডসে।

ইনস্টাগ্রাম পোস্টে সোনম এই অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, ‘@fdciofficial x @blenderspridefashiontour- এ কিংবদন্তি রোহিত বলকে শ্রদ্ধা জানাতে এই আয়োজন। তাঁর শিল্পকলা, দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার ভারতীয় ফ্যাশনকে আরও বড় আকার দিয়েছে। তিনি এমন একজন ডিজাইনার ছিলেন যে, তিনি সবসময় তাঁর কাজের মাধ্যমে সকলের মনে থেকে যাবেন।’

রোহিত বলের সঙ্গে সোনমের কেবল পেশাদার সম্পর্ক নয়, ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। আধুনিক, আভান্ট- গার্ড ডিজাইনের সঙ্গে ঐতিহ্যবাহী ভারতীয় শৈল্পিকতা মেলবন্ধনের জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। নানা অনুষ্ঠানে সোনম রেড কার্পেটের হেঁটেছেন তাঁর ডিজাইন করা পোশাক পরে। ফ্যাশন জগতে তাঁর অবদান অনস্বীকার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *