ডান্স বাংলা ডান্সের সুবাদে পরিচিত মুখ প্রিয়াঙ্কা বসাক। এরপর জি বাংলার হিট মেগা নিম ফুলরে মধু-র সুইটি হিসাবে জনপ্রিয় হন প্রিয়াঙ্কা। পর্ণা-সৃজনের মাঝের তৃতীয় ব্যক্তি হয়ে একটা সময় হইচই ফেলেছিলেন তিনি। তবে কালের নিয়মে বিদায় নিয়েছে সুইটি। সুইটির ভূমিকায় প্রিয়াঙ্কার অভিনয় নজর কেড়েছিল। এরপর জি বাংলারই অপর মেগা কোন গোপনে মন ভেসেছে-তেও দেখা মিলেছে প্রিয়াঙ্কার। নতুন বছরে ফের নতুন রূপে জি বাংলার পর্দায় প্রিয়াঙ্কা।
নীল-শ্যামোপ্তির অমরসঙ্গী ধারাবাহিকে লাভলির চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তবে এবার নায়িকার সতীন-কাঁটা হচ্ছেন না তিনি! নীল সালোয়ারে সেজে দেখা মিলল প্রিয়াঙ্কা ওরফে লাভলি-র। এই সুযোগের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জি বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। অমর সঙ্গীর প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশন।রাজ ও শ্রীর গল্প অল্পদিনেই মনে ধরেছে দর্শকের। সেই গল্পে রাজ-শ্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে আগেই সাড়া ফেলেছেন সৈরিতি। নীল-সৈরিতির রসায়ন বরাবরই হিট। প্রিয়াঙ্কার আগমনে গল্পে নতুন কোন রঙ লাগে সেটাই এখন দেখবার।