জীবনের নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে বাংলাদেশ ত্যাগ করেন চন্ডিকা হাথুরুসিংহে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের প্রায় সব অঙ্গনেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। সেই পরিবর্তনের ছোঁয়া লাগে দেশের ক্রিকেটেও। বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। এরপর ক্রিকেট বোর্ডে যুক্ত হন নতুন দুই পরিচালক এবং পরিবর্তন আসে প্রধান কোচের পদেও।
বিসিবির নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পরপরই হাথুরুসিংহেকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়ার পর দেশ ছাড়েন এই শ্রীলঙ্কান কোচ। দেশ ছাড়ার সময় নিজেকে নিরাপত্তাহীন মনে হচ্ছিল বলে জানান তিনি।
অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, ‘বাংলাদেশের সিইও আমাকে শেষবার যা বলেছিলেন, সেটিই আমার সতর্কতা সংকেত ছিল। তিনি বলেছিলেন, ‘বোর্ডের কাউকে কিছু না বলে আপনি চলে যান। আপনার টিকিট আছে তো?’ তখনই বুঝেছিলাম, কিছু একটা হতে পারে। আমি ভীত হয়ে পড়ি।’
তিনি আরও বলেন, ‘সাধারণত বাইরে বের হলে আমার সঙ্গে একজন ড্রাইভার ও একজন গানম্যান থাকতেন। সেদিন সিইও জিজ্ঞেস করলেন, ‘আপনার গানম্যান কি এসেছে?’ আমি বললাম, ‘না, শুধু ড্রাইভার আছে।’ এরপর আমি সরাসরি ব্যাংকে যাই, দেশ ছাড়ার জন্য কিছু টাকা তুলতে। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ চলতে থাকে— ‘চন্ডিকাকে বরখাস্ত করা হয়েছে, একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করার অভিযোগে।’
হাথুরুসিংহে বলেন, ‘ওই সময় ব্যাংক ম্যানেজার আমার কাছে এগিয়ে এসে বলেন, ‘কোচ, আমি আপনার সঙ্গে যাব। রাস্তায় আপনাকে দেখলে নিরাপদ হবে না।’ এরপর বিমানবন্দরে যাওয়ার সময় আমি টুপি ও হুডি পরে থাকি, যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমি খুব আতঙ্কে ছিলাম।’
তিনি আরও জানান, ‘তখন দেশে এমনও ঘটনা ঘটছিল, যেখানে দেশ ত্যাগের চেষ্টা করলে মানুষকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হচ্ছিল। আমি ভাবছিলাম, যদি আমাকেও গ্রেপ্তার করা হয়! এমনকি এক মন্ত্রীকে দেশ ছাড়ার সময় রানওয়ে থেকে বিমান থামিয়ে নামিয়ে আনা হয়েছিল। এসব চিন্তা আমার মাথায় ঘুরছিল।’
সবশেষে হাথুরুসিংহে বলেন, ‘বিমানবন্দরের এক্স-রে মেশিন পার হওয়ার সময় বিমান বাহিনীর একজন কর্মকর্তা আমাকে বললেন, ‘আমি দুঃখিত কোচ, আপনি চলে যাচ্ছেন। আপনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন।’ তখন আমি আমার জীবনের জন্য আতঙ্কিত ছিলাম, আর তিনি আবেগপ্রবণ হয়ে এমন কথা বললেন। এই মুহূর্তগুলো আমার জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা।’