ফাইনালের আগে ‘১ কোটি টাকার অফার’ গম্ভীরের

Spread the love

তিনি ভারতীয় দলের হেড কোচ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কয়েক ঘণ্টা আগে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট ভেসে উঠল যে তুমুল কটাক্ষের মুখে পড়লেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। তিনি যে ফ্যান্টাসি স্পোর্টস সংস্থার প্রচারের সঙ্গে যুক্ত, সেটার বিজ্ঞাপনে গম্ভীরের ছবি ব্যবহার করে প্রশ্ন করা হয় যে ‘ভারতকে কি আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে পারবে রো-কো জুটি (রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটি)?’ যাঁরা সঠিক উত্তর দেবেন, তাঁরা এক কোটি টাকা পর্যন্ত জিততে পারবেন। আর তাতেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, ভারতীয় দলের হেড কোচ হিসেবে এরকম মেগা ফাইনালের আগে কীভাবে এরকম পোস্ট করতে পারেন গম্ভীর?

‘আপনাকে কোচ বানাল কে?’, রোষের মুখে গম্ভীর

যদিও গম্ভীর নিজে সেই পোস্ট করেছেন, তা নিশ্চিত নয়। কারণ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সামলে থাকেন তাঁদের টিমের সদস্যরা। গম্ভীরের ক্ষেত্রেও সেরকম কিছু হয়েছে কিনা, তা নিশ্চিত নয়। তবে যাই হোক না কেন, বিষয়টা মনে ধরেনি নেটিজেনদের। তেমনই এক নেটিজেন বলেন, ‘আপনি কোচ, আর আমাদের জিজ্ঞাসা করছেন যে ভারত জিতবে কিনা! আপনাকে কোচ বানাল কে?’

‘আপনার থেকে তো রাহুল বেশি আত্মবিশ্বাসী’, কটাক্ষ গম্ভীরকে

অপর এক নেটিজেন বলেন, ‘ভারতীয় কোচ জিজ্ঞাসা করছেন যে ভারতকে জেতাতে পারবে এই জুটি? এটা মোটেও ঠিক নয়। পুরো দেশ আপনার উপরে ভরসা রেখেছে যে আপনি ট্রফি জিতে ফিরতে পারবেন। আর তিনি নিজেই প্রশ্ন করছেন যে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে?’ একজন আবার বলেন, ‘ভাই, আপনার থেকে তো রাহুল গান্ধী বেশি আত্মবিশ্বাসী থাকেন যে তাঁর দল নির্বাচনে জিতবে। লজ্জা হওয়া উচিত আপনার।’

‘জুয়ার প্রচার করছেন?’ তোপ নেটপাড়ার

একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘জাতীয় দলের হেড কোচ একটা ফ্যান্টাসিং স্পোর্টস প্ল্যাটফর্মের সঙ্গে জোট বেঁধেছেন। ঘৃণ্য কাজ।’ একজন আবার বলেন, ‘ভাই, আপনি কোচ। আজ আপনার এটা পোস্ট করা উচিত হয়নি।’ অপর এক নেটিজেন বলেছেন, ‘ভারতীয় দবের কোচ হিসেবে আজ আপনার এটা পোস্ট করা ঠিক হয়নি। কোনও জুয়ার অ্যাপের প্রচার করার কাজটা আপনি অন্যদিন করতে পারতেন।’ কেউ-কেউ তো আবার সরাসরি তোপ দেগে বলেছেন যে ভারত যদি হেরে যায়, তাহলে গম্ভীরকে ছেড়ে কথা বলে হবে না।

ভারতীয় ফ্যানরা অবশ্য মনেপ্রাণে চান যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেন জিতে যায় টিম ইন্ডিয়া। ৫০ ওভারের ক্রিকেটে ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল সেই ২০১৩ সালে। সেই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে দীর্ঘ ১১ বছর কোনও আইসিসি ট্রফি আসেনি ভারতের ক্যাবিনেটে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই খরা কাটিয়েছেন রোহিতরা। এবারও কি চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *