ফের মার্কিন মুলুকে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের খুন ভারতীয় বংশোদ্ভূত। শিকাগোর লিংকন পার্ক এলাকায় ২৮ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত কেভিন প্যাটেলকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে শিকাগোর ওয়েস্ট লিল অ্যাভিনিউয়ের ৮০০-ব্লকে ঘটনাটি ঘটেছে। আর এই হত্যাকাণ্ডের পর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আশেপাশে আরও পুলিশ মোতায়েনের দাবি করেছেন বাসিন্দারা।

শিকাগো পুলিশ জানিয়েছে, রাত ৯ তে ২০ নাগাদ ওয়েস্ট লিল অ্যাভিনিউয়ের কাছে, ৪৩ ওয়ার্ড অল্ডারম্যান টিমি নুডসেনের অফিসের কাছে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা গুলিবিদ্ধ অবস্থায় প্যাটেলকে ফুটপাতে পড়ে থাকতে দেখেন। তাঁর বুকে গুলি লেগেছিল। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে ইলিনয় ম্যাসোনিক মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।কিন্তু যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে কুক কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিস কেভিনের পরিচয় নিশ্চিত করেছে। পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, পুলিশ আধিকারিকরা আসার আগেই একজন পুরুষ এবং একজন মহিলাকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি শিকাগো পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে এরিয়া থ্রি গোয়েন্দারা।

স্থানীয় বাসিন্দা গ্যারেট মুরস বলেন, গুলির শব্দ শুনে তিনি প্যাটেলকে সাহায্য করতে ছুটে যান। তাঁর কথায়, ‘আমি তোয়ালে ধরে দৌড়ে নিচে নেমে আসি।’ ৯১১ জরুরি বিভাগের একজন অপারেটরের সাহায্যে মুরস এবং তার আরেক প্রতিবেশী ওই যুবকের বুকে চাপ দেওয়ার চেষ্টা করেন। আরেক বাসিন্দা সোফিয়া ম্যাথেসন বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে কাছ থেকে দেখা ঘটনা।এটি আপনাকে মনে করিয়ে দেয় যে জীবন কত দ্রুত পরিবর্তিত হতে পারে। তার পরিবারের কাছে এই ফোন আসার কথা ভাবলে- এটা সত্যিই বেদনাদায়ক।’ অন্যদিকে শিকাগোর অ্যাল্ডারম্যান টিমি নুডসেন বলেন, ‘এই হত্যাকাণ্ডে স্পষ্ট হচ্ছে যে শহরে হিংসা নিয়ন্ত্রণ করা কতটা জরুরি। এটি আরেকটি কথা মনে করিয়ে দেয় যে অপরাধ বন্ধে কতটা কাজ করা প্রয়োজন। আমি পুলিশকে এলাকায় টহল বাড়ানোর জন্য অনুরোধ করেছি।’

অন্যদিকে, শিকাগোর এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। কয়েক মাস আগে আরও এক ভারতীয় এভাবে খুন হয়েছিলেন। উত্তর ক্যারোলিনায় একটি দোকানে ডাকাতির সময়ে গুলি করা হয় ৩৬ বছরের মৈনাক প্যাটেলকে। প্রায় একই ধাঁচে ভার্জিনিয়াতেও মৃত্যু হল দু’জনের। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী ভারতীয় সম্প্রদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *