কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি অদ্ভুত পোস্ট শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। টুইটে তিনি লেখেন, ‘যাওয়ার সময় হয়েছে…’। এবার ফের এরকমই কথা তাঁর মুখে। শুক্রবার রাতেও কিছুটা এরকমই ইঙ্গিত করলেন তিনি। অমিতাভের পোস্ট কপালে ভাঁজ ফেলেছে অনেকেরই। সত্যি কি বিনোদন জগত থকে সরে যেতে চলেছেন
পোস্টে কী লিখেছেন অমিতাভ বচ্চন?
অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) শুক্রবার লিখেছেন, ‘যাব কি থেকে যাব?’ আর এই এক্সপোস্টে বেশ মজার মজার মন্তব্যও চোখে এল। একজন লিখেছেন, ‘একবার জয়াজিকে প্রশ্ন করুন।’ আরেকজন লিখেছেন, ‘স্যার আভি না যাও ছোড় কে…’। তৃতীয়জনের মন্তব্য, ‘আপনি কি সত্যিই সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন?’ চতুর্থজনের মন্তব্য, ‘আমার তো মনে হয় কেবিসি-র সিজন শেষ হচ্ছে।’
৮০ পেরিয়েছেন অমিতাভ বচ্চন বছরখানেক আগেই। যদিও তাঁর উৎসাহে ভাটা পড়েনি তাতে। একাধিক প্রোজেক্ট এখনও তাঁর হাতে। বর্তমানে যদিও কেবিসি নিয়ে ব্যস্ত। এরপর ‘আঁখে ২’, ‘দ্য ইন্টার্ন’, ‘ককটেল ২’ এবং ‘হাসমুখ পিগ গায়ে’ ছবিতে দেখা যাবে বিগ বি-কে।
অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছিল কল্কি ২৮৯৮ এডি-তে। এই ছবিটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। একই সঙ্গে ব্রহ্মাস্ত্র-র দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাঁকে। ব্রহ্মাস্ত্র ২ বড় পর্দায় মুক্তি পেতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে।
মাসখানেক আগে নিজের ভ্লগে বিরক্তিপ্রকাশ করেছিলেন অমিতাভ, যেভাবে সেটে তাঁকে দেখলেই কিছু লোক প্রশ্ন করে, এখনও তিনি কেন কাজ করছেন। সেই সময় বিগ বি লিখেছিলেন, ‘ওরা আমায় সেটে দেখলেই খালি এটাই প্রশ্ন করতে থাকে। আমি কেন কাজ করছি, কী কারণ? আমার কাছে কোনও উত্তর নেই। খালি মনে হয় এটা আরও একটা নতুন কাজের সুযোগ। আপনাদের কেমন নিজেদের মতো করে আমি কেন কাজ করছি সেটা ধরে নেওয়ার স্বাধীনতা আছে, তেমন আমারও আমার কাজ করার স্বাধীনতা আছে।’
‘আমার কাজ করার যা কারণ সেটা আমার। বন্ধ এবং লকড হয়ে আমার কাছেই থাকবে। আমি কাজ করব। ব্যাস। আপনার কোনও সমস্যা আছে তাতে? তাহলে যান, একটা কাজ খুঁজে নিন।’ সুস্পষ্ট করে আরও জানিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। অর্থাৎ কাজ থেকে সরার প্রশ্নই ওঠে না! খুব সম্ভবত অন্য কোনো ইঙ্গিতই করতে চেয়েছেন সিনিয়র বচ্চন।