সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের ডাইনি সিরিজটি দেখে সোশ্যাল মিডিয়ায় নিকে মতামত জানান। সেখানেই সিরিজটি কতটা জঘন্য হয়েছে বোঝাতে গিয়ে ব্যবহার করেন যাত্রা টাইপ শব্দ দুটি। আর তারপরই তাঁর কথার বিরোধিতা করেন যাত্রা শিল্পী কাকলি চৌধুরী। এদিন তাঁকে সমর্থন করলেন অভিনেত্রী বেণী বসু। তার জবাবে ফের কী বললেন ‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকা?
কী ঘটেছে?
এদিন বেণী বসু সমাজ মাধ্যমে ডাইনি বিতর্কে কাকলি চৌধুরীকে সমর্থন করেন। লেখেন, ‘কালচারাল এলিটিজমের স্বরূপ কতটা আত্মপ্রকাশকারী সেটা দেখা সত্যিই যেমন একদিকে হৃদয়বিদারক তেমন আরেক দিকে হাস্যকর। কাকলি দি আপনার পাশে আছি।’
বেণীর এই পোস্টের জবাব দিয়েছেন পরমাও। বেণীর পোস্ট শেয়ার করে লেখেন, ‘ বেণী বসু এবং কাকলি চৌধুরী অল্প একটু ভুল করে ফেলেছেন। একটুর জন্য রং নম্বর হয়ে গিয়েছে। আমি তিন বছর বয়স থেকে যাত্রা দেখা আসছি। বিশ্বাস না হয় ফ্যাক্ট চেক করে দেখতে পারেন আমার পাড়ায় এসে। হ্যাঁ, আমি দক্ষিণ কলকাতার একটি তুলনামূলক পরিচিত পরিবারে জন্মেছি। অভিজাত কথাটা ব্যবহার করলাম না অনেকের ভঙ্গুর ইগোতে ছ্যাকা লেগে যাবে। যাত্রা সম্পর্কে আমি আমিও আধ ঘন্টা গান গেয়ে আলোচনা করতে পারি। ফুটেজ যে যার মতো খুশি খে নিচ্ছেন। খান। কিন্তু একটু ফ্যাক্ট চেক করলে ভালো হতো।’ তিনি এদিন তাঁর পোস্টে আরও জানান যে কাকলি নাকি তাঁর পোস্টের মাধ্যমে পরমাকে অপমান করে যাত্রার প্রচার করেছেন। শুধু তাই নয় তিনি এদিন লেখেন, ‘জিনাত আমন, শক্তি কাপুর এঁরা সকলেই বাংলার যাত্রায় কয়েক সিজন করে পারফর্ম করে গিয়েছেন। তথ্য চেক করুন।’
এত বিতর্কের মাঝে চুপ থাকেননি কাকলিও। তিনিও পাল্টা জবাব দিয়েছেন। কাকলি লেখেন, ‘পরমা দেবী বলেছেন তার ছেলেকে এক সময় আমাদের যাত্রায় জিনাত আমান অভিনয় করেছেন, আমি হাসব না কাঁদব বুঝতে পারছি না। এই যদি ওঁর যাত্রা ইতিহাস জানার দৌড় হয় তাহলে আর সত্যি কিছু বলার নেই। হ্যাঁ উনি যদি বলতেন ওঁর ছেলেকে আমাদের যাত্রায় জোৎস্না দত্ত, বেলা সরকার, বিনা দাশগুপ্ত ,রুমা দাশগুপ্ত, শিবদাস মুখার্জি, শেখর গাঙ্গুলি কুমার কৌশিক, শ্যামল চক্রবর্তী, ত্রিদিব ঘোষ, আরও আরও অনেক মহিরুহু তাদের নাম তাহলে বুঝতাম যে যাত্রার পরিবেশে নাকি উনি বড় হয়েছেন। জিনাত আমান যাত্রার ইতিহাস না। ওঁরা না বুঝে পয়সার জন্য কয়েক রজনী যাত্রা করতে সে হালে পানি না পেয়ে ফিরে গেছেন। তার মানে জিনাত আমান খারাপ অভিনেত্রী তা কিন্তু আমি বলছি না অশিক্ষিতর মতো। আর আপনি আমার নাম শোনেননি, আমাকে চেনেন না এতে আমার কিচ্ছু যায় আসে না। যাত্রার ব্যাপারে কোনও ভুল কথা বললে যাত্রা শিল্পী হিসেবে আমি চিরকাল প্রতিবাদ করেছি, করছি, ভবিষ্যতেও করব। আর আপনি কতটা যাত্রার পরিবেশে বড় হয়েছেন তা আপনার ছেলেকে গল্প বলার বহর দেখেই বুঝতে পেরেছি। যাই হোক ভালো থাকুন, আপনার রুচি আপনার কাছে রাখুন, যাত্রা নিয়ে কিছু বলবেন না, ওটা নিয়ে কথা বলতে গেলে যোগ্যতা লাগে, যা আপনার নেই বলেই আমার বিশ্বাস, তাই আবার কিছু ভুলভাল বললে তাহলে কিন্তু আবার প্রতিবাদ হবে।’