বাংলা দিবসে ‘শুভনন্দন’ মমতার! ‘ইতিহাসকে বিকৃত করছেন’

Spread the love

বাংলা দিবস কবে এনিয়ে নানা বিতর্ক রয়েছে। এবার পয়লা বৈশাখে সেই বাংলা দিবসকে কেন্দ্র করে বিজেপি বনাম তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্য়ে তরজা একেবারে চরমে। কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে(Mamata Banerjee) নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কী লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, আমি বাংলায় গান গাই…’

‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা।

আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।

তবে এবার এর পালটা লিখেছেন সুকান্ত মজুমদার।

শ্যামপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ছবি পোস্ট করে কী লিখলেন সুকান্ত মজুমদার?
‘পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, কিন্তু এই দিন কখনোই বাংলার প্রতিষ্ঠা দিবস নয়। বাংলার সত্যিকারের অস্তিত্বের দিন হলো ২০শে জুন, ১৯৪৭, যেদিন ভারত মাতার বীর পুত্র ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির সাহসী সংগ্রাম হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলাকে পাকিস্তানের করাল গ্রাস থেকে বাঁচিয়ে ভারত মায়ের কোলে ফিরিয়ে এনেছিল।

মমতা বন্দ্যোপাধ্য়ায়, ইতিহাসকে বিকৃত করে পয়লা বৈশাখ-কে রাজ্য দিবস হিসেবে চাপিয়ে দেওয়ার আপনার এই মরিয়া চেষ্টা নিছকই একটি রাজনৈতিক চাল — এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।

হিন্দুদের উপর গণহত্যার বিভীষিকার সময়, যিনি বুক চিতিয়ে বাংলার রক্ষা করেছিলেন, তিনি ছিলেন মাতা ভারতীর বীর পুত্র পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জি।

পশ্চিমবঙ্গ আপনার তৈরি করা বিকৃত ইতিহাসের ফল নয়। বরং পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির রক্ত, আত্মত্যাগ এবং সংগ্রামের ফসল।

বাংলার ইতিহাসকে পুনর্লিখনের অন্যায় চেষ্টা করবেন না। এই বাংলার হিন্দু বাঙালিরা সমস্ত অত্যাচারের সাক্ষী থেকেছে, আপনার সীমাহীন তোষণের রাজত্বে বর্তমানেও অত্যাচারিত হচ্ছে আর সময় এলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বর্বরতার শাসনের বিরুদ্ধে সমুচিত জবাব দিতেও পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা প্রস্তুত! লিখেছেন সুকান্ত মজুমদার।

একদিকে পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসাবে উল্লেখ করে শুভনন্দন জানিয়েছেন মমতা। আর বাংলার মুখ্য়মন্ত্রীর এই উদ্য়োগকে কার্যত উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ আপনার তৈরি করা বিকৃত ইতিহাসের ফল নয়। বরং পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির রক্ত, আত্মত্যাগ এবং সংগ্রামের ফসল।’

কার্যত পয়লা বৈশাখেও বিজেপি ও তৃণমূলের মধ্য়ে তরজা একেবারে তুঙ্গে ওঠে। পয়লা বৈশাখের শুভেচ্ছাবার্তাকেও কটাক্ষ করে পালটা এক্স হ্যান্ডেলে লিখেছেন সুকান্ত মজুমদার। যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন কেন পয়লা বৈশাখ বাংলা দিবস নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *