দেখতে দেখতে ৪২ বছরে পা রেখেছেন বাংলার সুপারস্টার দেব(Dev)। তাঁর প্রেম জীবনও বহুদিন ধরেই সকলের জানা। দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। এমনকী, তাঁর হাত ধরেই, সিনেমার জগতে পা রাখেন রুক্মিণী। কিন্তু বিয়ের কথা উঠলেই, দুজনে এড়িয়ে যান সেই কথা। তবে জানেন কি, বাড়িতেও বিয়ের জন্য বেশ চাপ দেওয়া হয় তাঁকে।
এক সাক্ষাৎকারে নয়নদীপ রক্ষিতের সঙ্গে কথা প্রসঙ্গে খোলসা করেছিলেন দেব পুরো ব্যাপারটা। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘প্রত্য়েকদিন। বিয়ে কর বিয়ে কর। কবে বাচ্চা হবে। তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চা যখন ১০ বছরের হবে, তোর বয়স ৭০ হবে তখন। এগুলো প্রত্যেকদিন আমাকে শুনতে হয়। এখন তো ওঁরাও (দেবের মা-বাবা) মনে হয় হাল ছেড়ে দিয়েছে।’
এতে দেবের কথার রেশ টেনেই নয়নদীপ প্রশ্ন করেন, ‘তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?’ এতে জবাব আসে, ‘আপাতত তো নেই। তবে হ্যাঁ একদিন তো করতে হবেই।’
নয়নদীপ দেবের সঙ্গে তাঁর দাদার তুলনা টেনে বলেন, ‘আমার দাদা এই কারণে বিয়েই করল না। ও বলে, মি যদি ৪০-এ বিয়ে করি, ২ বছর পর বাচ্চা হবে। আমি যখন রিটায়ার করব, তখন আমার বাচ্চার বয়স হবে মাত্র ১৮। আার মা বসে আছে, তুমি জিডজ্ঞাসা করতে পারো।’ তবে দেব এতে স্পষ্ট করেন, ‘না আমার এই কারণটা নেই…’
বিয়ে নিয়ে রুক্মিণীর বক্তব্য
শুধু দেব নন, বিয়ের কথা উঠলে হাওয়ায় উড়িয়ে দেন রুক্মিণী মৈত্রও(Rukmini Moitra)। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ্যাম রেডি টু গেট ম্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ্য।’