বাড়ছে সনম তেরি কসমের শো সংখ্যাও! ৪ দিনে মোট কত আয় করল ছবি?

Spread the love

প্রথমবার যখন মুক্তি পায় ছবিটি তখন তেমন ভাবে সাড়া পায়নি। কিন্তু পরে টিভিতে আসার পর বা সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ক্লিপের সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নেয় সনম তেরি কসম। এবারের ভালোবাসার সপ্তাহে এই ছবিটি মুক্তি পেতেই তুমুল সাড়া পেল বক্স অফিসে। বড় পর্দায় সারু আর ইন্দ্রর প্রেমের সাক্ষী থাকতে হাতছাড়া করতে চাইছে না দর্শকরা। ফল বক্স অফিসে দেখা যাচ্ছে, বাড়ছে শো সংখ্যাও।

সনম তেরি কসম ছবিটির বক্স অফিস কালেকশন

সচনিল্কের তরফে রিপোর্টে জানানো হয়েছে মাত্র ৪ দিনে বক্স অফিসে সনম তেরি কসম ছবিটি ১৮ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। সোমবারেও ৩ থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে বক্স অফিসে। যেদিন মুক্তি পায় অর্থাৎ ৭ ফেব্রুয়ারি বক্স অফিসে ছবিটি ৪ কোটি ২৫ লাখ টাকা আয় করেন শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৫ কোটি ২৫ লাখ টাকা। রবিবার আরও কিছুটা বেড়ে আয়ের পরিমাণ হয়ে দাঁড়ায় ৬ কোটি ২৫ লাখ টাকা। ফলে ভালোবাসার এই সপ্তাহে সদ্য মুক্তি পাওয়া লাভিয়াপ্পা এবং ব্যাডঅ্যাস রবিকুমারকে ছাপিয়ে যে এই ছবি বক্স অফিসে ম্যাজিক দেখাবে সেটা স্পষ্ট। আশা করা হচ্ছে রিরিলিজ করার পর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়াবে ২৭ থেকে ৩০ কোটি টাকায়। যেখানে প্রথমবার মুক্তি পাওয়ার পর ৯ কোটির আশেপাশে ব্যবসা করেছিল সনম তেরি কসম।

খালি ব্যবসা নয় বাড়ছে সনম তেরি কসম ছবিটির শো সংখ্যা। দর্শকরা এত সংখ্যায় এই ছবিটি দেখতে আসছেন যে সোমবার থেকে বেড়েছে ছবির শো সংখ্যা। ফলে রিরিলিজ করার পর যে যে ছবিগুলো রেকর্ড গড়েছে সেই দলে সনম তেরি কসম যে নাম লিখিয়ে ফেলল সেটা নিঃসন্দেহে বলা যায়।

সনম তেরি কসম প্রসঙ্গে

২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই রোম্যান্টিক ড্রামা। রাধিকা রাও এবং বিনয় সাপ্রু পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *