ক্যানসারকে জয় করেছেন অভিনেত্রী ছবি মিত্তল। একসময হিন্দি সিরিয়ালে দাঁপিয়ে কাজ করলেও, বর্তমানে নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যই বানান শর্ট ফিল্ম ও সিরিজ। ২০২২ সালে তাঁর স্তন ক্যানসার ধরা পড়ে। তবে অপারেশনের পর বাদ যায় স্তন। এরপর কেমোথেরাপি, ওষুধপত্র চলার পর, এখন পুরোপুরি সুস্থ। তবে কেমোর কারণে চুল পড়ার মতো সমস্যা দেখা দিয়েছিল তাঁরও। আর তা নিয়ে কিছু নেটিজেন আবার ট্রোলও করেন সোশ্যাল মিডিয়াতে। যা নিয়ে ছবি লিখলেন, ‘মানবতার মৃত্যু’।
জিম থেকে শরীরচর্চার সময় তোলা একটি ছবি শেয়ার করে নেন ছবি। যেখানে তাঁর হাসিখুশি প্রাণোজ্জ্বল চেহারা দেখে মন ভালো হতে বাধ্য। তবে এই ছবির সঙ্গেই দীর্ঘ ক্যাপশনের মাধ্যমে ক্যানসারের চিকিৎসার কারণে চুল পড়ার মতো একটা সমস্যা নিয়ে ট্রোল করা সেই বিবেক-বুদ্ধিহীন মানুষটাকে জবাব দিলেন।
ছবি লিখেছেন, ‘আজ আমি আরও একবার মানবতার মৃত্যু অনুভব করেছি। ক্যান্সারের চিকিৎসার কারণে চুল পড়ার জন্য, আমাকে ট্রোল করা হয়েছিল। যারা জানেন না, ২০২২ সাল থেকে আমি স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছি। এই এপ্রিলে চলমান হরমোন থেরাপির ৩ বছর পূর্ণ হবে। দীর্ঘ ১০ বছরের চিকিৎসা। এর অনেকগুলি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন, হট ফ্ল্যাশ, ক্র্যাম্পিং, শুষ্ক ত্বক, ডিহাইড্রেশন, মুড সুইংস। এছাড়াও আছে ওজনের ওঠানামা, চিল পড়া। একজন মহিলার কাছে চুলের অর্থ কী, তা আশা করি বলে বোঝাতে হবে না। প্রথমে আমি আমার স্তন ধরে রাখার জন্য লড়াই করেছিলাম, কারণ সেটি আমার নারীত্বের অংশ। এবং এখন আমার চুল, কারণ এটিও এরই অংশ, তাই না?এবং এই ধরনের অসংবেদনশীল মন্তব্য বিষয়টিকে আরও খারাপ করে তোলে।’
‘আমি এই পোস্টটি মূলত এই উদ্দেশ্যে ভাগ করছি, এই ব্যক্তি যিনি ‘আমাকে অনুসরণ করেন’ তিনি কেবল আমাকে ট্রল করার জন্য এটি করছেন, আমার প্রশংসা করার জন্য নয়। এই ব্যক্তিটি অনেকের মধ্যে একজন যিনি সোশ্যাল মিডিয়ায় পাবলিক অ্যাকাউন্টগুলিতে এরকম কাজ করে থাকেন। এবং অবশ্যই চুল পড়ার জন্য একজন ক্যান্সার যোদ্ধাকে ট্রোল করার এর চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারে। এই ব্যক্তি এবং এই ধরনের সকল মানুষের জন্য আমার একটাই প্রার্থনা, আপনার মাথায় যেন চুল ভরা থাকে এবং ক্যান্সার মুক্ত জীবন থাকে এবং জীবনও যেন ট্রোলবিহীন থাকে। আর সঙ্গে সবাই একটু সময় খরচ করে দেখুন কী সুন্দর ফিগার বানিয়েছি আমি অবিরাম পরিশ্রমের মাধ্যমে আর কখনো মরব না এমন আত্মবিশ্বাসের সঙ্গে। সেটার জন্য থ্রি চিয়ার্স।’
ছবি এই বছরের শুরুতে ভাগ করে নিয়েছিলেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং এখন তার ফিটনেসে মনোনিবেশ করেছেন। তুমহারি দিশা, এক চুটকি আসমা, কৃষ্ণদাসী, আদালত-সহ বেশ কিছু প্রোজেক্টে কাজ করেছেন ছবি।