বানতলা কাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ঠিকাদার!

Spread the love

খাস কলকাতায় সরস্বতি পুজোর দিন ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা। বানতলার ট্যানারির পাইপলাইন পরিষ্কার করতে নেমে তিন সাফাইকর্মীর মৃত্যু হয়েছিল। লেদার কমপ্লেক্সের থানার অন্তর্গত বানতলায় মৃত্যু হয় কেএমডিএ’‌র তিনজন সাফাইকর্মীর। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তিনজন শ্রমিকের। কলকাতা পুরসভা এই তিনজনকে সাফাইয়ের কাজে নিয়োগ করেছিল। রবিবার দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে মৃত্যুর কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এমনকী ক্ষতিপূরণের ঘোষণাও করেন। আর এবার আজ, সোমবার এই তিনজন শ্রমিকের মৃত্যুর জেরে গ্রেফতার করা হল ঠিকাদারকে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, এই শ্রমিকদের নিয়োগ করত ঠিকাদার আলিমুদ্দিন শেখ। তারপর নানা জেলায় কাজ দিয়ে পাঠিয়ে দিত। আজ, সোমবার এই ঠিকাদার আলিমুদ্দিন শেখকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজন শ্রমিককে নিয়োগ করেছিল আলিমুদ্দিন শেখ। আজ এই ঠিকাদারকে বারুইপুর আদালতে তোলা হয়েছে। মৃত তিন সাফাইকর্মীর নাম ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। মৃতদের মধ্যে দু’‌জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। আলিমুদ্দিন শেখ, যিনি মুর্শিদাবাদের ঠিকাদারকে তাকে এই ম্যানহোল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজ চলার সময়ই দুর্ঘটনা ঘটে।

এই কাজ করতে গিয়ে প্রথমে একজন ম্যানহোলে নামেন। তাঁর কোনও সাড়াশব্দ দীর্ঘ সময় না পাওয়ায় বাকি দু’‌জন নামেন। তারপর একসঙ্গে তিনজন ম্যানহোলে তলিয়ে যান। এই ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেছেন, ‘কেন তিনজন শ্রমিককে ম্যানহোলে নামতে হল সেই কারণ খতিয়ে দেখা হবে। মৃত শ্রমিকদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি তদন্ত করার জন্য। তিনজনের মৃত্যু হয়েছে। দুঃখজনক ঘটনা। আমরা মৃতদের পরিবারের পাশে আছি। ম্যানহোলে কীভাবে মৃত্যু হল সেটা তদন্ত করতে বলেছি।’‌

এই ঘটনা ঘটার চারদিন আগে সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করেছিল হাতে করে ম্যানহোল পরিষ্কারের বিষয়টি। দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরও কলকাতায় এই কাজ করা হয়েছে। লেদার কমপ্লেক্স থানার পুলিশ এবং উদ্ধারকারী দল এসে উদ্ধার করেছিল তিন যুবকের দেহ। বিজেপি যাতে এই দুর্ঘটনাকে নিয়ে নোংরা রাজনীতি করতে না পারে তার জন্য মেয়রের বক্তব্য, ‘‌আমরা বিজেপির মতো নই, যে প্রকৃত মৃত্যুর ঘটনা চেপে গিয়ে গঙ্গায় দেহ ভাসিয়ে দেব। কুম্ভমেলায় যেমনটা হল।’‌ প্রায় ১০ ফুট গভীর। মেয়রের কথায়, ‘‌বললেও কর্মীরা অনেক সময় শোনেন না। এক্ষেত্রে কী হয়েছে, সেটা খতিয়ে দেখা হবে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *