সরস্বতী পুজো মাতিয়ে দিল বাবা-ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee) এবং তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জুটি। টলিপাড়ায় তৃষাণজিৎ অবশ্য ‘মিশুক’ নামেই পরিচিত। ক্যামেরার সামনে এখনও নজর না কাড়লেও, এখন থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বহু অনুরাগীর মতে যেন বাবার মুখ একেবারে কেটে বসানো ছেলের মুখে। একেবারে সেই এক হাসি, চেহারা, সেই কথা বলার ধরন। প্রায় ১২ বছর পর ছেলেকে নিয়ে সরস্বতী পুজো উদযাপন করলেন নায়ক। তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা বলছেন, ‘এক ছবিতেই সুপারহিট!’
বারো বছর পর বাড়ির সরস্বতী পুজোতে বাবার সঙ্গে দেখা গেল ছেলে মিশুককে। সেই উপলক্ষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে ‘উৎসবে’-এর আমেজ। একে বাড়ির পুজো তার উপর বসন্ত পঞ্চমী বলে কথা, তাই ধুতি পাঞ্জবিতে একেবারে আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিয়েছিলেন প্রসেনজিৎ এবং মিশুক।
প্রসেনজিতের পরনে ছিল সাদা পাঞ্জাবি। যার বুক জুড়ে ছিল লাল-হলুদ, কালো সুতো দিয়ে জামদানি কাজ করা। বাবার পাশে দাঁড়িয়ে হাসি মুখে নজরকেড়ে ছিলেন তৃষাণজিৎ। মুখে তাঁর লেগেছিল মিষ্টি হাসি। মিশুক আকাশি রঙের পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন।
গতবছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মিশুক। তবে পড়ার জন্য বাড়ির বাইরে অনেকটা সময় কেটেছে। তাই এবার ছেলেকে পাশে নিয়ে দারুণ মেজাজে বসন্ত পঞ্চমী জমিয়ে দিলেন ইন্ড্রাস্টির প্রিয় বুম্বাদা। তবে সরস্বতী পুজো সঙ্গে ভোগের একটা বিশেষ যোগ রয়েছে। বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই তো কবজি ডুবিয়ে খিচুড়ি, লাবড়া, আলুরদম, কুলের চাটনি সহ আরও খাবার দিয়ে ভূরিভোজের একটা বিষয় থাকে। আর বুম্বাদার বাড়িতেও তার ব্যতিক্রম নয়। সেখানেও ছিল খাবারের এলাহি আয়োজন। সব মিলিয়ে এবার ‘উৎসব’-এ সরস্বতী পুজো যে জমজমাট তা বলাই যায়।
প্রসঙ্গত, প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক। গত বছর কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। অনেকটা বাবার মতোই দেখতে তৃষাণজিৎকে। ফুটবল খেলতে ভীষণ পছন্দ করেন মিশুক। এক সময় সেটাই ছিল ওঁর ধ্যান-জ্ঞান। তখন বিনোদন জগতে তাঁর আসার খুব একটা ইচ্ছে ছিল ছিল না। কিন্তু পরে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। বিদেশে পড়াকালীনই নাটকে অভিনয় করেছেন তৃষাণজিৎ। তাছাড়াও তাঁকে বহুবার বাবার গানে রিল ভিডিয়ো বানিয়ে পোস্ট করতে দেখা গিয়েছে। তবে পুরোদস্তুর ক্যামেরার সামনে এখনও অভিনয় করেননি। কিন্তু এর মধ্যে বেশ জনপ্রিয় বুম্বা-পুত্র। তবে অনেকেরই মনে এখন একটাই প্রশ্ন কবে বড় পর্দায় দেখা যাবে তাঁকে?