বায়ুত্যাগের শব্দ ধরিয়ে দিল আওয়ামি লিগ নেতাকে

Spread the love

গত অগাস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই যেন সেদেশে আওয়ামি লিগের নেতাদের জীবনে দুর্যোগ ঘনিয়ে এসেছে। নানা অভিযোগে সেদেশের ছোট – বড় – মাঝারি নেতাদের ধরছে ইউনুস প্রশাসনের পুলিশ। কখনও বাড়ি থেকে কখনও বা অন্য কোথাও অভিযান চালিয়ে ধরা হচ্ছে আওয়ামি লিগ নেতাদের। তারই মধ্যে সেদেশে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যেখানে দাবি করা হয়েছে, বায়ুত্যাগের শব্দ শুনে আওয়ামি লিগের এক নেতাকে বাড়ির শৌচাগারের ওপরে থাকা স্টোরেজ স্পেস থেকে আওয়ামি লিগ নেতাকে গ্রেফতার করছে পুলিশ।

রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োয় দেখা যায় এক ব্যক্তিকে বাড়ির শৌচাগারের ওপরে থাকা স্টোরেজ স্পেস থেকে বার করছে পুলিশ। ভিডিয়োতে দাবি করা হয়েছে, যে ব্যক্তি স্টোরেজ স্পেস থেকে বেরোচ্ছেন তিনি একজন আওয়ামি লিগ নেতা। তাঁকে ধরতে তাঁর বাড়িতে যায় পুলিশ। বাড়িতে পুলিশ এসেছে বুঝতে পেরে শৌচাগারের ওপর স্টোরেজ স্পেসে লুকিয়ে পড়েন তিনি।

পুলিশ যখন তাঁর খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে তখন স্টোরেজ স্পেসের ভিতর লুকিয়ে থাকা ওই নেতা বায়ুত্যাগ করেন। সেই শব্দ শুনে তাঁর অবস্থান চিহ্নিত করে ফেলেন পুলিশ আধিকারিকরা। এর পর স্টোরেজ স্পেস থেকে বার করা হয় তাঁকে। তবে আওয়ামি লিগ নেতার নাম জানা যায়নি। তবে তিনি চট্টোগ্রামের কোনও এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এমনকী শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেফতার করেছে কি না সেই বিষয়টিও নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *