বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় আর হবে না ওভারহেড-ভোল্টেজ সমস্যা

Spread the love

যাঁরা মূলত বারুইপুর-ডায়মন্ড হারবার শাখার নিয়মিত রেলযাত্রী তাঁদের জন্য বড় সুখবর দিল রেল। ওভারহেডে বিদ্যুৎ বণ্টন সংক্রান্ত বিভিন্ন সমস্যার জেরে ট্রেনের গতি যাতে স্তব্ধ না হয়, বা গতি কমে না যায়, তা নিশ্চিত করতে শিয়ালদা শাখায় নবনির্মিত হোটর স্টেশনে চালু করা হল ট্র্যাকশন সাবস্টেশন বা টিএসএস। গত ২ এপ্রিল (২০২৫) থেকেই এই হোটর টিএসএস চালু করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এর ফলে যাত্রীরাই সবথেকে বেশি উপকৃত হবেন। কারণ, নয়া টিএসএস চালু হওয়ার ফলে এই শাখায় আর ওভারহেডে ভোল্টেজ সমস্যার কারণে ট্রেন মাঝপথে হঠাৎ দাঁড়িয়ে পড়বে না। কারণ, হোটর টিএসএস-এর মাধ্যমে ওভারহেডে ট্র্যাকশন পাওয়ার বণ্টন ব্যবস্থা আরও উন্নত হবে। এতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুতের সরবরাহ এবং নির্দিষ্ট পরিমাণে বিদ্যুতের সরবরাহ বজায় থাকবে।

পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে এই ঘটনাকে এক বিরাট পদক্ষেপ বলেই দাবি করছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, রেলে এই পরিকাঠামো উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও।

রেল সূত্রে জানা গিয়েছে, তাদের আধিকারিকরা যৌথ মিটার পরীক্ষণ ও যৌথ পরিমাপ করার পর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহণ সংস্থা লিমিটেড এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড-এর প্রতিনিধিদের যৌথ সহযোগিতায় এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

নির্দিষ্ট পরিকল্পনা অনুসারেই ট্রেন চলাচল পরিচালনা করার ক্ষেত্রে এই কৌশলগত পদক্ষেপ বা পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। তার জেরে বারুইপুর-ডায়মন্ড হারবার রেল রুটে আর ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই)-এ ভোল্টেজ সংক্রান্ত কোনও সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে। তবে, শুধুমাত্র যে এই রুটের যাত্রীরাই নয়া পরিকাঠামোর সুফল পাবেন, তা নয়।

রেলের তরফে জানানো হয়েছে, হোটর টিএসএস থেকে মূলত বারুইপুর-ডায়মন্ড হারবার রুটে ট্র্যাকশন পাওয়ার সরবরাহ করা হবে। এটাই রেলের প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু, প্রয়োজন পড়লে বা কোনও আপতকালীন পরিস্থিতি সৃষ্টি হলে এখান থেকে সরাসরি লক্ষ্মীকান্তপুর টিএসএস এবং সোনারপুর এফপি অঞ্চলেও ট্র্যাকশন পাওয়ার বণ্টন করা যাবে। যার ফলে সামগ্রিকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। অযথা দেরিতে ট্রেন চলাচলের সমস্য়া মিটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *