সম্প্রতি বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য় করা হয়েছিল। সেই ভিডিয়ো তুলে ধরেছিলেন একাধিক বিজেপি নেতা। এই ভিডিয়ো দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। অনেকেই প্রশ্ন তুলেছিলেন বাংলায় কি গেরুয়া পতাকা টাঙানো বারণ আছে?
প্রতিবাদ উঠেছিল সোশ্য়াল মিডিয়ায়। তবে পালটা বক্তব্যও ছিল। এই ধরনের ভিডিয়ো ছড়িয়ে দিয়ে গেরুয়া শিবির আসলে উসকে দিতে চাইছে এমন অভিযোগও তুলেছিলেন কেউ কেউ।বার গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নামলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার তিনি সোদপুরে এইচ বি টাউন হনুমান মন্দিরে পুজো দেন। এরপর তিনি রাস্তার বিভিন্ন বাসে, অটোতে গেরুয়া পতাকা বেঁধে দেন।
সুকান্ত মজুমদার বলেন ভগবান রামচন্দ্রের পতাকা খুলে ফেলতে বাধ্য় করা হয়েছিল। তারই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। ভগবান রামচন্দ্র ও হনুমানজীর ছবি সম্বলিত পতাকা আমরা বাঁধছি। হিন্দু সংস্কৃতির প্রতীক ও ভারতীয় সংস্কৃতির প্রতীক এই ধরনের পতাকা বাঁধার জন্য আমরা অনুরোধ করছি। আমরা বিভিন্ন বাড়িতে গেরুয়া পতাকা বাঁধছি। মানুষ বুঝতে পারছে এই সরকার থাকলে গোটা বাংলায় এমন পরিস্থিতি হবে যা মুর্শিদাবাদ জেলায় হয়েছে। এটা আন্দোলন নয়। এটা হিংসাত্মক ঘটনা। রাজ্য সরকার অপদার্থ। ওরা কিছু করছে না।