বিদেশে হামলায় ৩০ ভারতীয় পড়ুয়ার মৃত্যু ৫ বছরে

Spread the love

লাখের উপর ভারতীয় পড়ুয়া প্রতি বছর বিদেশে পড়তে যান। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, গত পাঁচ বছরে বিদেশে হামলায় মৃত্যু হয়েছে ৩০ জন ভারতীয় পড়ুয়ার। এর মধ্যে শীর্ষে রয়েছে কানাডা। বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী কীর্তিবর্ধন সিং লিখিত উত্তরে জানিয়েছেন, আততায়ীর হামলার কারণে বিগত পাঁচ বছরে কানাডায় ভারতীয় পড়ুয়াদের উপর ২৭টি হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে ১৬টি ঘটনা মারাত্মক। এরপরেই রয়েছে রাশিয়া। সে দেশে ১৫টি ঘটনা হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। কিন্তু কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরপর বিট্রেন এবং জার্মানিতে যথাক্রমে ১২ এবং ১১টি হামলার ঘটনা ঘটেছে। দুই দেশে একজন করে ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে হামলায় ৯ ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, চিন এবং কিরঘিজস্তানে একটি করে মারাত্মক ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ড, ফিলিপিন্স, ইতালি এবং ইরান যথাক্রমে চার, তিন, তিন এবং একটি করে ঘটনা সামনে এসেছে। কিন্তু কোথাও প্রাণহানির ঘটনা ঘটেনি। অস্ট্রেলিয়ায় চারটি ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে একটি মৃত্যু রয়েছে।

কীর্তিবর্ধন সিং আরও জানিয়েছেন, ‘বিদেশে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা প্রদান করা ভারত সরকারের শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে একটি। বিদেশে ভারতীয় মিশন/পোস্টগুলি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে নথিভুক্ত ভারতীয় পড়ুয়াদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখে। আর দুর্ভাগ্যজনক ঘটনা যদি ঘটে, তা অবিলম্বে সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, যাতে যথাযথভাবে তদন্ত করা হয় এবং অপরাধীদের শাস্তি দেওয়া যায়।’

সরকার আরও জানিয়েছে যে, ২০২৪ সাল পর্যন্ত ২০,৭৭,১৫৮ জন ভারতীয় বিদেশে বসবাস করতেন। অন্যদিকে ডিএমকে সাংসদ টি সুমাথির একটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির অধীনে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৬,৬৯৪ জন ভারতীয় ইজরায়েলে কাজের জন্য গিয়েছিলেন। এই ৬,৬৯৪ জন ভারতীয় কর্মীর মধ্যে ২,৩৪৮ জন নির্মাণ কাঠামোয়, ১,৯৫৫ জন লোহার কাজে, ১,৬০০ জন প্লাস্টারিংয়ে এবং ৭৯১ জন সিরামিক টাইলিংয়ে নিযুক্ত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *