বিধানসভায় হাজির দিলীপ ঘোষ! ফুলের তোড়া দিলেন শুভেন্দু

Spread the love

বিধানসভায় দিলীপ ঘোষ। একটা সময় বঙ্গ বিজেপির ক্যাপ্টেন ছিলেন দিলীপ। অনেকের মতে, তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই কীভাবে করতে হয় সেটা কার্যত বঙ্গ বিজেপিকে শিখিয়েছিলেন দিলীপ। তবে সেসব আজ অতীত। বর্তমানে তিনি আর রাজ্য সভাপতির চেয়ারে নেই। তিনি জনপ্রতিনিধিও নন। তবে মঙ্গলবার রাজ্য বিধানসভায় গিয়ে দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

বছর ঘুরলেই ২০২৬ এর বিধানসভা ভোট। তার আগে দিলীপ ঘোষের এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নানা জল্পনা দানা বেঁধেছে। এদিন দিলীপ ঘোষ বিধানসভায় গেলে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।  

দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনেও গিয়েছিলেন শুভেন্দু। এদিকে পরের রাজ্য সভাপতি কে হবেন তা নিয়েও নানা চর্চা চলছে। তার মধ্য়েই রাজ্য বিধানসভায় গিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেক বিধায়কই প্রথমবার জিতে এসেছেন। ২৬এর ভোটে জেতার জন্য বললাম। সবাই মিলে রাস্তায় নামব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *