মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসির বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মর্মান্তির দুর্ঘটনা সেই দেশে। রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কমপক্ষে দু’জন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে ‘বড় ধরনের ঘটনা’ ঘটেছে বলে নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে শহরের জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স-এ লিখেছে, ‘রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় ঘটনা ঘটেছে। রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশ সহ এলাকার রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে। আপতত সেই এলাকা এড়িয়ে চলুন।’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
ফ্লাইট ডেটা অনুযায়ী, একটি ছোট বিমান স্থানীয় এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে উড়ে যায় এবং প্রায় ৩০ সেকেন্ড পর এক হাজার ৬০০ ফুট উচ্চতায় ওঠার পর রাডার থেকে সেটি অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনাস্থলটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই দুর্ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানান, তিনি বিকট শব্দ শুনতে পান এবং তার বাড়ি কেঁপে ওঠে। তাঁর কথায়, ‘বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছিল, তাই এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম যে কোনও হামলা হয়েছে কি না।’

এর কয়েকদিন আগেই ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ ঘটেছিল। সেই নিয়ে মার্কিন মুলুক তোলপাড়। সেই দুর্ঘটনার জেরে বিমানে থাকা ৬৪ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন। মাঝআকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পরে বিমানটি একটি নদীতে পড়ে যায়। এদিকে সামরিক হেলিকপ্টারে থাকা ৩ জনেরও মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে আগের বাইডেন এবং ওবামা প্রশাসনের নীতিকে দায়ী করে আক্রমণ শানিয়েছেন বর্তান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কীভাবে আকাশে একই উচ্চতায় একটি হেলিকপ্টার এবং বিমান চলে এল এবং কেন এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে জানতে বিশদে তদন্ত শুরু হয়েছে।