বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে হাত নাড়লেন সলমন

Spread the love

ইদের চাঁদ হলেন না সলমন(Salman Khan)-আমির(Aamir Khan)। এলেন, আর জয় করে নিলেন হাজার হাজার ভক্তের মন। সেভাবে ভাইজানের সিনেমা সিকন্দর বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ। তবে তাতে অবশ্য ভক্তদের উত্তেজনা কোনো অংশে কমেনি। ইদ-উল-ফিতর উপলক্ষে সলমন খানকে দেখা গেল, প্রথা মেনেই বাড়ির বাইরে এসে, ভক্তদের উদ্দেশে হাত নাড়তে। তবে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে, অভিনেতা তার খোলা বারান্দা থেকে নয়, বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

ইদের ঐতিহ্য বজায় রাখলেন সলমন খান

সোমবার, সলমন খান তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ইদের শুভেচ্ছা জানিয়ে উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। সুপারস্টার বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে দাঁড়িয়ে উৎসাহী ভিড়ের দিকে হাত নাড়েন। এই বুলেটপ্রুফ কাঁচ তিনি এই বছরের শুরুতেই স্থাপন করেছিলেন গ্যালাক্সিতে।

এদিন সলমনের গায়ে ছিল সাদা রঙের পাঞ্জাবি। অভিনেতার পাশে দেখা গেল তাঁর বোনপো ও বোনঝি আহিল এবং আয়াতকেও। একমুখ হাসিতেই ধরা দিয়েছেন দুজনে।

ভিডিয়োগুলিতে, সলমন তার ভক্তদের দিকে হাত নাড়েন, ‘নমস্কার’ ভঙ্গিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যামেরায় ধরা পড়া কিছু স্পষ্ট মুহূর্তে, তিনি তার ভাগ্নি আয়াতের দিকে তাকিয়েও হাসছিলেন। আয়াতের সঙ্গে কথা বলার সময়, সলমন বাইরে জড়ো হওয়া ভক্তদের দিকে ইশারা করেন

সলমনও সোশ্যাল মিডিয়ায় একই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘শুক্রিয়া, থ্যাঙ্ক ইউ আর সব কো ঈদ মোবারক (ধন্যবাদ। সবাইকে ইদের শুভেচ্ছা)।’ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মৃত্যুহুমকির মুখে পড়ে সলমন বারান্দা থেকে শুভেচ্ছা জানানো এড়িয়ে বুলেটপ্রুফ কাঁচের মধ্য দিয়ে হাত নাড়েন।

নিজের বাড়ির বারান্দায় দেখা মিলেছিল আমির খানেরও। তাঁরও গায়ে ছিল সাদা রঙেরই পাঞ্জাবি। আমির পাপারাজ্জিদের দিকে হেসে, তাঁর ভক্তদের অভ্যর্থনা জানালেন। তাঁকে হাত নাড়তে দেখা যায়। তবে এবার ইদে পরিবারকে পাশে দেখা গেল না আমিরের। একাই বেরিয়ে এসেছিলেন বাইরে।

কদিন আগেই বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছেন আমির খান। যদিও দুই স্ত্রী কিরণ ও রিনার সঙ্গেও এখনও একইভাবে সদ্ভাব। দুই বিয়ে থেকে ৩ সন্তান আমিরের। যে কোনো অনুষ্ঠান সাধারণত পরিবার নিয়েই উদযাপন করে থাকেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *