বাংলাদেশ প্রিমিয়ার লিগে সমস্যার শেষ নেই। এতদিন বেতন না পাওয়ার অভিযোগ করে আসছিলেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। এবার এক হাস্যকর কাণ্ড ঘটিয়ে বসলেন দলের বাস চালক। বেতন না পাওয়ায় ক্রিকেটারদের কিট ব্যাগ বাসের মধ্যেই আটকে রাখা হল, সত্যি বিচিত্র বাংলাদেশ! হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যার প্রধান মহম্মদ ইউনুস। কিন্তু তার শাসনকালে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে সে দেশে। বাদ যায়নি ক্রীড়াক্ষেত্রেও। ক্রিকেট থেকে ফুটবল, এমন কোনও জায়গা নেই যেখানে সমস্যা দেখা যায়নি।
এই মরশুমে নানা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। দুর্বার রাজশাহী দলের বিরুদ্ধে খেলোয়াড় এবং স্টাফদের বেতন না দেওয়ার অভিযোগ তার মধ্যে অন্যতম। এর আগে এই ঘটনার প্রতিবাদে অনুশীলন বয়কট করেছিলেন ক্রিকেটাররা। এবার বেতন না পেয়ে অভিনব পন্থা নিলেন বাস ড্রাইভার। ক্রিকেটারদের কিট ব্যাগ বাসের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে লক করে রাখেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজির তরফে দ্রুত সকলের বেতন দিয়ে দেওয়া হবে।
অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের অভিযান শেষ হয়ে গেলেও এখনও দেশে ফিরে যেতে পারেননি বিদেশি খেলোয়াড়রা। ঢাকার এক হোটেলে আটকে রয়েছেন তাঁরা। ক্রিকেটাররা দাবি করেন দলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি অনেকে এখনও পুরো টাকা পাননি বলেও জানান। এরকম পরিস্থিতিতে দলের মালিক শাফিক রহমান দাবি করেন যে, বিদেশি ক্রিকেটারদের ফেরার টিকিট কাটা হয়ে গেছে। এরই মাঝে রবিবার ঘটে কিট ব্যাগ আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনাটি। রাজশাহীর বাস ড্রাইভার মহম্মদ বাবুল স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করেন, ‘এটা খুবই দুঃখের এবং লজ্জার ঘটনা। কিন্তু বেতন পেলে আমরা কিট ব্যাগগুলি ফিরিয়ে দেব। এতদিন পর্যন্ত আমরা চুপ ছিলাম। আমাদের প্রাপ্য মিটিয়ে দিলে আমরা চলে যাব।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের কিট ব্যাগ বাসের মধ্যে রয়েছে। আমি তাদের সেগুলি দিতে পারছি না, কারণ আমাদের বেশিরভাগ টাকাটাই দেওয়া হয়নি এখনও।’ লাগাতার অভিযোগের ভিত্তিতে সোমবার রাজশাহীর মালিক শাফিককে হেফাজতে নিয়েছে পুলিশ। শোনা যাচ্ছিল টাকা না দিতে পেরে দেশ ছাড়া হতে পারেন তিনি। তাই নড়েচড়ে বসে প্রশাসন। জেরার সময় তিনি জানিয়েছেন যে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যার যা বকেয়া রয়েছে সব মিটিয়ে দেওয়া হবে।
ঘটনার জেরে বেশ অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রশাসনের তরফে মিডিয়ায় একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘তিনি (শাফিক) জেরায় নিজের ভুল স্বীকার করেছেন। উনি জানিয়েছেন যে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২৫ শতাংশ হারে বকেয়া টাকা মেটানো হবে। শুধু ক্রিকেটাররা নয়, দলের সঙ্গে জড়িত সকলের বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। যদি দাবি অনুযায়ী কাজ না করা হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, আগেই ২৫ শতাংশ টাকা দিয়ে দেওয়া হয়েছিল।