বেনজিরভাবে বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি ধনখড়

Spread the love

পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সরকারের লেখা ভাষণ পড়তে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়(Jagdeep Dhankar)। সেই ইচ্ছা প্রকাশ করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দূত পাঠালেন উপরাষ্ট্রপতি নিজে। উপরাষ্ট্রপতির অনুরোধে ইতিমধ্যে বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশন মিটলেই তার দিনক্ষণ ঠিক করা হবে বলে জানানো হয়েছে। তবে উপরাষ্ট্রপতি কী কারণে রাজ্য বিধানসভায় ভাষণ দিতে চান তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ নিয়মিত শিরোনামে থাকত। সেই ধনখড় রাজ্য সরকারের লেখা ভাষণ পাঠের ইচ্ছা প্রকাশ করে দূত পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে উপরাষ্ট্রপতির বিশেষ সচিব সুনীল গুপ্তা স্পিকারের সঙ্গে দেখা করে ধনখড়ের ইচ্ছার ব্যাপারে জানান। বিমানবাবু জানিয়েছেন, এখন সংসদেও বাজেট অধিবেশন চলছে। ফলে এই অধিবেশনে উপরাষ্ট্রপতির আসার সুযোগ নেই। বাজেট অধিবেশন শেষ হলে বিশেষ অধিবেশন ডাকা হবে। সেই অধিবেশনে ভাষণ দেবেন উপরাষ্ট্রপতি।

বলে রাখি, সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয় রাজ্যপালের ভাষণ দিয়ে। রাজ্যের সঙ্গে দড়ি টানাটানি শেষ করে রাজ্য সরকারের লেখা ভাষণই পাঠ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন তিনি। তার পরই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বিবাদ মিটিয়ে নিতে উদ্যোগী হলেন ধনখড়।

উপরাষ্ট্রপতির এহেন সাধ সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা। ওদিকে সিভি আনন্দ বোসের পর ধনখড়ও সমঝোতার ইচ্ছা প্রকাশ করায় খুশি তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *