ভাইরাল গার্ল মোনালিসাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া পরিচালকই কিনা ধর্ষণ করল?

Spread the love

মহাকুম্ভে(Mahakumbh) রাতারাতি ভাইরাল হয়েছিলেন সুন্দরী মোনালিসা(Monalisa)। তাঁর জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে সে ছবিতে কাজ করার প্রস্তাবও পেয়েছিল পরিচালক সনোজ মিশ্রের কাছ থেকে। আর এবার সেই পরিচালকের বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। গ্রেফতারও করা হয় পরিচালককে।

ঘটনা কী ঘটেছে?

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পরিচালক সনোজের বিরুদ্ধে উত্তরপ্রদেশের ঝাঁসির এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুনীর বয়স ২৮ বছর। তরুণীর অভিযোগ সিনেমায় কাজ পাইয়ে দেবে এই অজুহাতে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে পরিচালক তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে।

নির্যাতিতার দাবি, ২০২০ সালে সোশ‍্যাল মিডিয়া সূত্রে পরিচালকের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। পরে ওই পরিচালক নাকি তরুণীকে একটি রিসর্টে নিয়ে গিয়ে নেশা করিয়ে তাঁকে ধর্ষণ করে। তবে এখানেই শেষ নয়, শারীরিক নির্যাতনের পর তা যাতে প্রকাশ্যে না আসে তার জন্য নানা ভাবে তরুণীকে হুমকিও দেওয়া হয় ও ভয় দেখানো হয়। তরুণীর দাবি পরিচালক নাকি তাঁকে হুমকি দেয়, যদি সে এই কথা প্রকাশ্যে আনে তবে ইন্ডাস্ট্রিতে তিনি আর কোনও কাজ পাবেন না।

তবে নির্যাতিতা পরিচালকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায়। অভিযোগ দায়ের হওয়ার পর সনোজের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। তারপরই গ্রেফতার করা হল পরিচালককে। পুলিশ জানিয়েছে যে, সনোজের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ পাওয়া গিয়েছিল, কিন্তু এবার প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলা গুরুতর তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে। দিল্লি হাইকোর্ট পরিচালকের বেলের জন্য আবেদন জানানো হলে তা খারিজ করা হয়েছে। এই ঘটনা ফের ইন্ড্রাস্টির অন্দরের অন্ধকার দিকগুলিকে উস্কে দিয়েছে। কাস্টিং কাউচের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, মহাকুম্ভে ভাইরাল মোনালিসাকে এই পরিচালক ‘দ‍্য ডায়েরি অফ মণিপুর’ নামে একটি ছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলেন। অভিযুক্ত পরিচালক নিজেই মোনালিসার বাড়িতে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছলেন। সে ছবির ভবিষৎ নিয়ে এখন আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *