ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এই আবহে বাংলাদেশের আলেম ও ওলামাদের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হতে বললেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লা। এই নিয়ে বাংলাদেশের ছাত্র নেতা বলেন, ‘বিদেশে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।’ এরই সঙ্গে তাঁর বার্তা, ‘ধর্মের নামে ইসলাম পরিপন্থী কাজের বিরুদ্ধেও আলেম-ওলামাদের সোচ্চার থাকতে হবে।’
হাসনাত বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম যেন অব্যাহত থাকে। তা নাহলে আমাদের সংগ্রাম এবং প্রাথমিক অর্জনকে সবসময় বিতর্কিত করার অপচেষ্টা থাকবে। সেটার বিরুদ্ধে যেন সবসময় আলেম, ওলামারা আমাদের পথ দেখিয়েছেন, আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের নয়া রাজনৈতিক দলের ঘোষণা হয়েছিল। সেই দলে হাসনাত মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে আছেন। দল গঠনের দিন কোরান, গীতা, বাইবেল পাঠ করে সূচনা হয়েছিল অনুষ্ঠানের। তবে ১ মার্চ সেই দলের অন্যতম শীর্ষ নেতা হাসনাতের গলায় শোনা গিয়েছিল ‘অন্য সুর’। এক সোশ্যাল মিডিয়া পোস্টে হাসনাত লিখেছিলেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনও রাজনীতি আমি কখনও করব না।’
হাসনাতের পোস্টে আরও লেখা হয়, ‘স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনও ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।’ সনাতের এই পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হয়েছিল। আর এবার আলেম ওলামাদের সরাসরি ‘ভারত বিরোধী আন্দোলন’ করতে বললেন হাসনাত।