ভারতের এই শহরে আসর বসতে পারে ২০৩৬ অলিম্পিক্স

Spread the love

২০২৬ সালের অলিম্পিক্স আকর্ষণ করার জন্য প্রধান আকর্ষণই হতে পারে ভারতের তাজমহল। এতদিন ধরে শোনা গেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রীয় গুজরাটের আহমেদাবাদ শহরে আসর বসতে পারে ২০৩৬ অলিম্পিক্সের। কিন্তু যে খবর প্রকাশ্যে আসছে তাতে গুজরাটের কোনও শহরেই বসছে না অলিম্পিক্স। মুম্বইতেও বসবে না দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।

জানা যাচ্ছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা যদি সবুজ সংকেত দেয় তাহলে গুজরাটের আহমেদাবাদ নয়, দিল্লি সেন্ট্রাল রিজিয়ন এবং আগরাতে অনুষ্ঠিত হতে পারে ২০৩৬ সালের অলিম্পিক্স গেমস। ২০৩৬ সালের প্রতিযোগিতা আয়োজনের জন্য নিজেদের ইচ্ছার কথা জানানোর পর ভারতের কাজ ছিল ভেনু বাছাই করা। এতদিন নাম ভাসছিল মুম্বই আহমেদাবাদের।

আহমেদাবাদে বাস রয়েছে প্রায় ১.৩২ লক্ষ মানুষের, সেখানে রয়েছে বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামও। এরপরই ভারতের অর্থনৈতির রাজধানি হিসেবেই নাম উঠে এসেছিল মুম্বইয়ের। যদিও দিল্লিকে বেছে নেওয়ার বেশ কয়েকটা কারণই রয়েছে। দিল্লি হচ্ছে জাতীয় রাজধানী, যেখানে প্রচুর সংখ্যক বিদেশি টুরিস্ট প্রতিদিন আসা যাওয়া করে।

দিল্লি আগরা এলাকায় ইতিমধ্যেই চারটি বিমানবন্দর তৈরি হয়েছে। এলাকারও দ্রুত গতিতে উন্নয়ন হয়ে চলেছে। এত বড় ইভেন্টের জন্য বড় নির্মান কার্য চালানোর বিশাল জমি সেখানে সহজেই পাওয়া যাবে। এছাড়াও ভারতের গর্ব, তাজমহলও টুরিস্টদের মধ্যে আকর্ষন তৈরি করতে চলেছে। অলিম্পিক্সের খেলা দেখার পাশাপাশি তাঁরা তাজমহলও দেখতে চাইবেন। অতীতে দেখা গেছিল লন্ডনের থেমস নদী, রিওতে বিশাল স্ট্যচুকে প্রধান আকর্ষণ হিসেবে সামনে রাখা হয়েছিল। প্যারিসেও আইফেল টাওয়ার বড় আকর্ষণ ছিল।

আগামী বছরের মার্চের আগে অবশ্য কিছুই করতে পারবে না ভারত, যতক্ষণ না নতুন সভাপতি নিযুক্ত হচ্ছেন। এর আগে থমাশ বাখ সরাসরি ভারতে অলিম্পিক্স আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন। আইওসির নতুন নিয়ম অনুযায়ী ভারতের পরিকাঠামো, ভারতের আর্থিক ক্ষমতা এবং আয়োজন করার ক্ষমতা যাচাই করা হবে। অক্টোবরেই আইওসির ফিউচার হোস্ট কমিশন ভারতের অলিম্পিক্স আয়োজনের ইচ্ছার কথা জানায়। প্যারিসে ভারতীয়দের পারফরমেন্সের পরেও প্রধানমন্ত্রী অলিম্পিক্স আয়োজনের কথা জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *