সদ্য চিন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বের ৭ রাজ্য নিয়ে একটি মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সে মন্তব্যে তিনি দাবি করেছিলেন, ভারতের ‘সেভেন সিস্টার’ ওই ৭ রাজ্য স্থলবেষ্টিত হওয়ায় তাদের ওই এলাকায় সাগর পর্যন্ত যাওয়ার রাস্তা নেই, সেক্ষেত্রে সাগর সম্পর্কিক দিক থেকে ওই এলাকায় সম্ভাবনাময় জায়গা বাংলাদেশ। ইউনুসের এমন দাবির পরই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত। তার ২৪ ঘণ্টার মধ্যে ৪ পণ্যবাহী বাংলাদেশি ট্রাক সেদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে। ঘটনায় ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন বাংলাদেশের নেতা সইফুল হক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক সদ্য এক মন্তব্যে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সইফুল হক। মূলত তাঁদের সংগঠন প্রতিবাদ জানাচ্ছিল গাজা যুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে। তবে কথা প্রসঙ্গে ভারত ইস্য়ু চলে আসে। সইফুল হক বলেন,’ দুদিন আগে দেখলাম, ভারত আমাদের এখানে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম, সেটা তারা বন্ধ করে দিয়েছে।’ক্ষোভের সুর চড়া করে তিনি বলেন,’ আমরা এই ট্রান্সশিপমেন্ট দিয়ে নেপাল ও ভুটানের মতো দেশে বাণিজ্যিক পণ্য রপ্তানি করতে পারতাম। এভাবে কোনও আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোনও সৎ প্রতিবেশীর পরিচয় নয়। এটা বন্ধুত্বের কোনো নমুনা নয়।’ এছাড়াও তিনি ব্যাঙ্ককে সদ্য হওয়া নরেন্দ্র মোদীর সঙ্গে মহম্মদ ইউনুসের সাক্ষাৎ নিয়েও বক্তব্য রাখেন। সেই বৈঠক প্রসঙ্গেও ভারত নিয়ে তাঁর রাগ উগরে দেন সইফুল হক। তিনি বলেন,’ কয়েক দিন আগে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের উপদেষ্টার যে বৈঠক হয়েছে, তাতে আমরা আশায় বুক বেঁধেছিলাম, আট মাস পরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে বরফ, সেটা কিছু গলতে শুরু করেছে।’ এরপরই তিনি সুর চড়া করে বলেন,’ কিন্তু আমরা লক্ষ্য করেছি, ভারত কার্যত সেই বৈঠকের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। পরিষ্কার করে বলতে চাই, ভারত একতরফাভাবে এ রকম আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে পারে না।’
সইফুল হকের ক্ষোভ রয়েছে শেখ হাসিনা প্রসঙ্গেও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে সইফুল হকের কথায় ফের উঠে আসে ভারত প্রসঙ্গ। তিনি বলেন,’যদি মনে করেন বাংলাদেশ আপনাদের (ভারত) অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে, এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আসেন।’ তাঁর সাফ কথা,’ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে’ ভারত ভুল করবে।