মঙ্গলবার ভারতে কত আয় করল সলমনের ছবি?

Spread the love

ইদের আগের দিন, রবিবার, ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে সলমন খানের ছবি সিকান্দর। কিন্তু বক্স অফিসে সেই অর্থে দাপট দেখাতে পারছে না এই ছবি। মুক্তির দিন বক্স অফিসে ছবিটি মাত্র ২৬ কোটি টাকা আয় করতে পেরেছে। তবে ৩ দিনে টুকটুক করে বিশ্বজুড়ে আয়ের নিরিখে ১৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বলেই জানা গিয়েছে।

সিকান্দর ছবির বক্স অফিস কালেকশন

সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছে সলমন খান অভিনীত সিকান্দর ছবিটি মুক্তির পর প্রথম মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন ছবির মোট আয় ছিল ৮ কোটি ১০ লাখ টাকা। ফলে এদিন সিকান্দর ছবিটির ভারতীয় বাজারে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা আর বিশ্বজুড়ে আয়ের হিসেব ১৪১ কোটি ১৫ লাখ টাকায়।

যদিও সচনিল্কের তরফে প্রকাশ্যে আনা তথ্য কিন্তু অন্য কথা বলছে। সেই ট্রেড সাইটের দাবি, মঙ্গলবার সিকান্দর ১৯ কোটি ৫০ লাখ টাকাই মাত্র ঘরে তুলতে পেরেছে। ফলে তৃতীয় দিনের আয়ের পর সলমনের ছবির মোট আয় ১০২ কোটি নয় বরং ৭৪ কোটি ৫০ লাখ টাকা। আর বিশ্বজুড়ে আয়ের পরিমাণ হল ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। যদিও দুই তরফে হিসেবে বিস্তর ফারাক তাও নিঃসন্দেহে বলা যায় সলমন খানের ছবি হিসেবে খুবই দুর্বল ব্যবসা করছে সিকান্দর। ভাইজানের এর আগের ছবিগুলো বা আরও ভালো করে বললে ইদের সময় মুক্তি পাওয়া ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে।

তবে যাই হোক, শো আর নির্মাতাদের দেওয়া হিসেব অনুযায়ী সিকান্দর ছবিটি যে মাত্র তিন দিনেই লাল সিং চাড্ডা ছবিটির আজীবনের ব্যবসাকে ছাপিয়ে যেতে পেরেছে সেটা বলাই যায়। লাল সিং চাড্ডা বক্স অফিসে মোট ১৩৩ কোটি টাকা আয় করেছিল। আমির খানের কেরিয়ারের অন্যতম ফ্লপ এটি যা তার বাজেটকেও টপকাতে পারেনি। শুধু তাই নয়, পরবর্তীতে ছবিটি যখন OTT তে মুক্তি পায় তখনও তেমন ভাবে কেউ সেটিকে দেখেনি।

সিকান্দর ছবিটি প্রসঙ্গে

সিকান্দর ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সলমন খান ছাড়াও থাকবেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ। আগামী ৩০ মার্চ, ইদের ঠিক মুখেই মুক্তি পাচ্ছে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *