মন্দিরে বাজল বামপন্থার গান! উড়ল DYFI পতাকা

Spread the love

কেরলে(Keral) মন্দিরে অবাক কাণ্ড! মন্দিরে পুজো হচ্ছে। আর সেই সময় ভক্তিমূলক গান বাজছে না। বাজছে প্রতিবাদী গান। সিপিএমের(Cpm) কেরলে অবাক করা কাণ্ড। এদিকে পশ্চিমবঙ্গেও বছরের পর বছর ধরে ক্ষমতায় ছিলেন বামপন্থীরা। কিন্তু তখন মন্দিরে প্রতিবাদের গান বেজেছে এমনটা শোনা যায়নি। তবে এবার কেরলে একেবারে অন্য় সুর। মন্দিরেও প্রতিবাদের গান বাজালেন সিপিএম নেতৃত্ব। বাংলায় নয় কেরলে। খবর টিভি ৯ এর প্রতিবেদন অনুসারে।

মন্দিরে বেজে ওঠে প্রতিবাদের গান। উদ্যোগে ডিওয়াইএফ। বামেদের যুব সংগঠন। প্রতিবাদের গান, গণসংগীত। বামপন্থী ঘরানার গান। কিন্তু সেই গান কেন মন্দিরে?

গোটা ঘটনায় ক্ষুব্ধ কেরলের বিরোধী নেতৃত্ব। তাঁদের দাবি, মন্দিরে কেন এই ধরনের গান বাজানো হল? মন্দিরে এই ধরনের গান বাজানোর বিরোধিতা করেছে কংগ্রেস। বিরোধী দলনেতা ভিডি সতীসনের দাবি, মন্দিরে এমন কর্মকাণ্ডের মধ্য়ে দিয়ে রাজ্যে বিজেপির মাটি শক্ত করছে বামেরা। মন্দির কোনও প্রতিবাদী বা বিপ্লবী গান গাওয়ার জায়গা নয়। ক্ষমতার জেরে ওরা অন্ধ হয়ে গিয়েছে।

ওই প্রতিবাদে অনুসারে জানা গিয়েছে, কেরলের মন্দির কমিটি ত্রিভাঙ্কুর দেবস্বম বোর্ডের সভাপতি পিএস প্রশান্ত জানিয়েছেন, কোল্লাম জেলার কাড্ডাকাল মন্দিরে এমন ঘটনা ঘটে। যার ভিত্তিতে তদন্তে নেমেছে মন্দির কমিটির সদস্যরা। সেই তদন্তের রিপোর্টের ভিত্তিতেই যথাযথ সাজাও দেওয়া হবে দোষীদের। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এর আগেও মন্দির চত্বরে রাজনৈতিক গান বাজানো ও দলের পতাকা ঝোলানো নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তারপরেও এমন কাণ্ড অপ্রত্যাশিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *