মহিলা অনুরাগীকে লিপ কিস করে জড়ান বিতর্কে

Spread the love

সম্প্রতি একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছে একটি অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স চলাকালীন মহিলা অনুরাগীদের ধরে ধরে চুমু খাচ্ছেন উদিত নারায়ণ(Udit Narayan)। একজনকে তো জাপটে লিপ কিস করেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এদিন তিনি নিজেই নিজেকে ট্রোল করলেন।

কী ঘটেছে?

উদিত নারায়ণের একটি নতুন ভিডিয়ো সম্প্রতি দারুণ ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে উদিত ‘পাপ্পি’ বা চুমু শব্দ শুনে নিজেই নিজেকে ট্রোল করেছেন। আসলে, উদিত যেই সিনেমার ট্রেলার লঞ্চ করতে এসেছিলেন, সেই সিনেমার নাম ‘পিন্টু কি পাপ্পি’। উদিত তাই ‘পাপ্পি’ শব্দ শুনে তাঁর চুমু খাওয়ার ভাইরাল ভিডিয়ো নিয়ে কথা বলেন মজার সুরেই, যা শুনে সেখানে উপস্থিক কেউই তাঁদের হাসি চেপে রাখতে পারেননি।

কী বলেছেন উদিত?

উদিতকে এদিন বলতে শোনা যায়, ‘কী টাইটেল রেখেছে তোমরা। নাম বদলানো উচিত তো তোমাদের। পাপ্পি তো ঠিক আছে, তোমাদের ছবি, ‘পিন্টু কি পাপ্পি’ নামটাও খুবই সুন্দর, কিন্তু এটা আবার ‘উদিতের পাপ্পি’ নয় তো?’

প্রসঙ্গত উদিত স্পষ্ট করেছেন যে ভিডিয়োটি ইন্টারনেটে বিতর্কের ঝড় তুলেছিল, সেটি নতুন নয়, বরং দুই বছর আগে যখন তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তখনকার। তিনি বলেন, ‘আসলে, এটি ২ বছর আগে অস্ট্রেলিয়ার ভিডিয়ো।’

চুমু বিতর্কে কী বলেছিলেন উদিত?

এর আগে, তাঁর চুমু খাওয়ার ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে ইটাইমসকে তিনি বলেছিলেন, ‘আমি লজ্জিত নই, একদমই নই! আমাকে লজ্জিত কেন হতে হবে? আপনার কি মনে হচ্ছে আমার কণ্ঠস্বর শুনে যে আমি এই বিষয়ে কোন আফসোস করছি? আসলে, আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে হাসছি। আমি যা করেছি তা অপ্রীতিকর কিছু ছিল না। আমার হৃদয় পরিষ্কার। যদি লোকেরা আমার এবং আমার ভক্তদের মধ্যে এই পরিত্র ভালোবাসার মধ্যে কিছু অশ্লীলতা দেখতে পায় তবে আমি তাঁদের প্রতি সমবেদনা জানালাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *