মাত্র ৬৫ বছরে না ফেরার দেশে কনীনিকার মা

Spread the love

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়(Koneenica Banerjee)। নিজেই মাতৃবিয়োগের খবর দিলেন সোশ্যাল মিডিয়াতে। পয়লা এপ্রিল, মঙ্গলবার না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেত্রীর মা।

সোশ্যাল মিডিয়ায় কল্পনা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ভাগ করে নিলেন কনীনিকা। মাত্র ৬৫ বছর বয়সেই চলে গিয়েছেন তিনি না ফেরার দেশে। অভিনেত্রী লেখেন, ‘একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।’ ১৯৬০ সালের ২৬ মে জন্ম কল্পনার। আর ইহলোক ত্যাগ করলেন ২০২৫ সালের ১ এপ্রিল।

এক সাক্ষাৎাকারে কনীনিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ছোট থেকেই তাঁর মায়ের ইচ্ছে ছিল তিনি ডাক্তার হবেন। তবে অভিনেত্রী দেখতেন মাধুরী দিক্ষীত হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছিল বাবা। যদিও অভিনেত্রী মেয়েকে দেখে পরে মেনে নেন মা-ও।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। আরজি কর আন্দোলনের সময়ই (সেপ্টেম্বর মাসে) অভিনেত্রী জানিয়েছিলেন যে, ‘আমার মা গত ৬ মাস ধরে হাসপাতালে ভর্তি। অনেক হাসপাতালে ঘুরেছি, আপতত মা একটা সরকারি হাসপাতালে ভর্তি। তার মধ্যেই তিলোত্তমার এই ঘটনাটা ঘটে…’ যদিও অভিনেত্রীর এই পোস্ট আসলে ছিল, সরকারি হাসপাতালে আরজিকর আন্দোলনের জন্য পরিষেবা পারছেন না মানুষ, সেই অভিযোগকে ‘মিথ্যে প্রমাণ’ করে।

চেন্নাইতেও দীর্ঘ সময় চিকিৎসা হয়েছিল কল্পনাদেবীর। মাকে সুস্থ করে তুলতে কোনো চেষ্টারই খামতি রাখেননি অভিনেত্রী। আপাতত জি বাংলার কুকিং শো ‘রান্নাঘর’-এ দেখা যাচ্ছে কনীনিকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *