মারামারি থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের! গ্রেফতার ১৪

Spread the love

আবার বাংলায় আক্রান্ত পুলিশ(Police)। এবার রাতের অন্ধকারে মদ্যপদের হাতে বেদম মারধর খেল পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কারণ এই মদ্যপদের মারপিঠ থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশেরই। কিন্তু তাতেও উত্তেজনা এক চিলতেও কমেনি। বরং উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভেঙে তছনছ করে দিল বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সাগরপুর এলাকা মাঝরাতে রণক্ষেত্রের চেহারা নিল।এই আবহে মাঝরাতে গ্রামে হানা দেয় পুলিশ। আর পুলিশকে মারধরের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় র‌্যাফ।

পুলিশ সূত্রে খবর, সাগরপুর গ্রামে হরিনাম সংকীর্তন ছিল। সেসব যখন শেষের পর্যায়ে তখন একদল স্থানীয় যুবক আড়ালে গিয়ে মদ্যপান করছিল। ওই মদ্যপান চলাকালীন টাকা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। তার জেরে গোলমাল মারাত্মক আকার নেয়। এই গোলমাল দেখেই স্থানীয় মানুষজন পুলিশে খবর দেয়। তখন মদ্যপদের গোলমাল থামাতে দাসপুর থানার পুলিশ এসে হাজির হয়। রে রে করে পুলিশ বাহিনী গ্রামে ঢোকে। তখনই ধাক্কাধাক্কিতে এক যুবক পড়ে গিয়ে গুরুতর চোট পান। তখন চাউর হয়ে যায় পুলিশের মারে যুবক পড়ে গিয়ে জখম হয়েছে। আর সেটা বিশ্বাস করেই পুলিশের উপর আক্রমণ নামিয়ে আনা হয়।

এদিকে গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ওই যুবকের উপর আক্রমণ করার জেরেই ওই যুবক পড়ে গিয়ে জখম হন। রক্তারক্তি কাণ্ড ঘটে যাওয়ায় ওই যুবককে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখানে গ্রামবাসীদের দাবি নস্যাৎ করে দিয়ে পুলিশ পাল্টা দাবি করেছে, মদ্যপদের মারামারিতেই জখম হন ওই যুবক। কিন্তু গ্রামবাসীদের কথাই সকলে বিশ্বাস করে। তাই গ্রামবাসীরা পুলিশ কর্মীদের ঘিরে ফেলেন। শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ। এই খণ্ডযুদ্ধে মাঝরাতে রণক্ষেত্রের চেহারা নেয় সাগরপুর গ্রাম। তখনই এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা।

অন্যদিকে পরিস্থিতি প্রতিকূল হয়ে পড়েছে বুঝতে পারেন পুলিশ কর্মীরা এখান থেকে বেরিয়ে আসাও তখন কঠিন ছিল। কারণ গালিগালাজ থেকে শুরু করে পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তখন পরিস্থিতি ট্যাকল করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায়, ঘাটালের সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডল এবং নামানো হয় র‌্যাফ। এই ঘটনায় আজ, বুধবার সকাল পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় এখন টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। আহত পুলিশ কর্মীরা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *