মালিকের অপেক্ষায় দীর্ঘ এক বছর ধরে নিমতলা শ্মশানে চুল্লির সামনে বসে রয়েছে এক সারমেয়। হ্যাঁ ঠিকই শুনছেন ও দেখছেন।প্রায় এক বছর আগে মালিকের বডি পুড়ে ছাই হয়ে গেছে ২ নম্বর চুল্লিতে।আর সেই জায়গাতেই বাইরে বসে অপেক্ষা করছে তার প্রিয় পোষ্য।মালিকের শেষকৃত্যের পর পরিবারের সবাই বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু সারমেয়টি আর বাড়ি ফেরেনি।
এমনকি সারমেয়টিকে কেউ কোনোও খাবার,বিস্কুট দিলে খাচ্ছেও না।যদি বাইরে কোনও মৃত দেহের গাড়ি আসে তাহলে দৌড়ে যাচ্ছে গাড়িটির কাছে,আর সেখানে গিয়ে মাথা নিচু করে বসে রয়েছে। আবার একটু পরে দৌড়ে ঢুকে যাচ্ছে বৈদ্যুতিক চুল্লির ঘরে।ঠিক এমনই দৃশ্য দেখা গেল নিমতলা শ্মশানে।কথায় আছে মানুষের চেয়ে এরাই ভালো।সত্যিই তাই, এই স্বার্থপরতার দুনিয়ায় এমনই দৃশ্য দেখা গেল,তবে সেটা একটি সারমেয়কে কেন্দ্র করে।ভালোবাসা কাকে বলে তা জানতে হলে একবার এদেরকে ভালোবেসে দেখুন।হয়ত এদের থেকে ভালো আপনাকে আর কেউ ভালোবাসতে পারবে না।
শ্মশানে কর্মীদের কথায়, ঠিক দু নম্বর চুল্লীতেই ওই সারমেয়টির মালিকের দেহ সৎকার হয়েছিল। তারপর থেকে সারমেয়টি ওখানেই অপেক্ষা করে। ওখান থেকে সরানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছেন কর্মীরা। ঠিক ঘুরেফিরে সেখানে গিয়েই বসবে অথবা শুয়ে সময় কাটাবে।