বিগত বেশ কিছুদিন ধরেই ফের তুঙ্গে পৌঁছেছে পরিচালক গিল্ড বনাম ফেডারেশন তরজা। প্রথমে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিকে না, তারপর জয়দীপ মুখোপাধ্যায়কে। পরিশেষে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের পরিচালকের নতুন সিরিজের শ্যুটিংয়ে না করতেই চরমে পৌঁছেছে ঝামেলা। এই বিষয়ে এদিন কী বললেন রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য?
টলিউডের অবস্থা নিয়ে কী বললেন রাজ?
রাজ চক্রবর্তী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে কোনও কাজ বন্ধ করা যাবে না, কোনও কর্ম বিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না। যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো। তারপর কারা এঁরা যাঁরা এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। বের করা উচিত। ওভার অল টেকনিশিয়ান যাঁরা তাঁরা কিন্তু কাজ করতেই চান। আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজটা বন্ধ হয়ে গেল, উত্তরবঙ্গে এখন শ্যুটিং করার কথা ছিল, তো সেটা বন্ধ হওয়ায় কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলেন না।’
তিনি এদিন আরও বলেন, ‘আমরা কেউ কারও শত্রু তো নই। আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা একটা পরিবারের মতো। সেখানে সৃজিতের লাইভ আমি দেখেছি, সেটা দেখেই বলছি ও বলেছে যে ও যদি কোনও অন্যায় করে থাকে তাহলে আমায় বলো যে কী অন্যায় করেছি। আমি তোমাদের প্রত্যেকের কাছে তাহলে হাত জড়ো করে ক্ষমা চাইব। যদি সেটা না হয়, তোমরা আমার কাজে এসো প্লিজ। ও ১৫-২০ বছর ধরে কাজ করে। এখানে ওর হাত ধরে অনেক সিরিয়াল বড় হয়েছে।’
রাজের মতো প্রায় একই সুর এদিন শোনা গেল অনির্বাণ ভট্টাচার্যর গলায়। তিনি এদিন বলেন, ‘ডিরেক্টর্স গিল্ড অব ইস্টার্ন ইন্ডিয়া একটি সংগঠন। ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে বাকি সবারই মতো আমাদের মনে হয়েছে যে কিছু সমস্যা হচ্ছে। আমরা সেই কথা বলেছি। কেন বলেছি? গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এ দেশে আমরা যাবতীয় কাজ করি। সেখান থেকে আমরা একটা কথা বলেছি। কথা বলেও যেহেতু দেখা যাচ্ছে যে সমস্যাটা মিটছে না তাই আমরা কথা এখনও বলে যাচ্ছি। আমরা তাকিয়ে আছি সমস্যাটা কবে মিটবে। এটুকুই আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি।’