মুম্বই হানায় ‘মৃত্যু হয় ৬ মার্কিনির, সন্ত্রাস মোকাবিলায় আমেরিকা! ভারত একসঙ্গে..

Spread the love

২০০৮ সালে মুম্বইতে নৃশংস সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। মৃতদের মধ্যে ছিলেন বহু মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মুম্বই হামলার এক বছর পর আমেরিকায় ধরা পড়ে হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানা। তাকেই ১৬ বছর পর আমেরিকা থেকে প্রত্যর্পণের পর ভারতে আনা হয়েছে বৃহস্পতিবার। এবার সেই তাহাউরকে নিয়ে মুখ খুলল আমেরিকা।

আমেরিকা থেকে তাহাউর রানার প্রত্যর্পণের পর ওয়াশিংটন ডিসির তরফে মুখ খোলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, ‘ ৯ই এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্র, তাহাউর হোসেন রানাকে ২০০৮ সালের ভয়াবহ মুম্বাই সন্ত্রাসী হামলার পরিকল্পনায় তার ভূমিকার জন্য বিচারের মুখোমুখি করার জন্য ভারতে হস্তান্তর করে… এই হামলার ফলে ১৬৬ জন প্রাণহানির ঘটনা ঘটে, যার মধ্যে ছয়জন আমেরিকানও ছিলেন, যা সমগ্র বিশ্বকে হতবাক করে দেয়।’ তিনি স্পষ্ট করে দেন যে, হামলায় দায়ীদের বিচারের আওতায় আনতে আমেরিকা সর্বদাই ভারতের পাশে রয়েছে। আমেরিকার তরফে তাহাউর ইস্যুতে বলা হয়েছে,’ এই হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, সন্ত্রাসবাদের বিশ্বব্যাপী আঘাতের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত একসঙ্গে কাজ চালিয়ে যাবে। সে (তাহাউর) তাদের দখলে আছে, এবং আমরা এই গতিশীলতার জন্য খুব গর্বিত।’

উল্লেখ্য, ৬৪ বছর বয়সী তাহাউর রানাকে সদ্য আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করে আনা হয়। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বইতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় অন্যতম ষড়যন্ত্রাকারী হিসাবে উঠে আসে রানার নাম। পাাকিস্তানি বংশো্ভূত রানার একটি বাড়ি রয়েছে কানাডায়। মূলত, মুম্বই হামলার পর তাকে আমেরিকায় গ্রেফতার করা হয়। তারপর ১৬ বছর বাদে রানাকে নিয়ে আসা হয় ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *