মুসকান কি গর্ভবতী?

Spread the love

মিরাটে সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড ঘিরে কিছুদিন আগেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সৌরভের স্ত্রী মুসকান ও তাঁর পরকীয়া সম্পর্কের প্রেমিক সাহিলের বিরুদ্ধে এই খুনের অভিযোগ ওঠে। বর্তমানে ধৃত মুসকানের জেলবন্দি অবস্থাতেই প্রেগন্যান্সি টেস্ট হয়েছে। এক রিপোর্টের দাবি, মুসকানের প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট দাবি করছে, স্বামী হত্যায় অভিযুক্ত মুসকান গর্ভবতী।

গত ১৯ মার্চ থেকে জেলবন্দি অবস্থায় রয়েছে সৌরভ হত্যাকান্ডে অভিযুক্ত মুসকান রস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা। সোমবারই হাসপাতাল থেকে একটি টিম যায় জেলে। জেল কর্তৃপক্ষের অনুরোধে তাঁরা সেখানে যান। সেখানেই মুসকানের স্বাস্থ্য পরীক্ষা হয়। ‘ইন্ডিয়া টুডে’র রিপোর্টের দাবি, সেই টেস্ট রিপোর্টে দেখা গিয়েছে মুসকান গর্ভবতী। বিষয়টি জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার অশোক কাটারিয়া।

প্রসঙ্গত, গত মাসেই মিরাটে সৌরভ রাজপুত হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় হয়। জানা যায়, লন্ডন থেকে মিরাটে আসার পরই খুন হয়েছেন মার্চেন্ট নেভির সদস্য সৌরভ রস্তোগি। এর আগে, সৌরভের পরিবারের সদস্যরা তাঁর খোঁজ না পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে একটি ড্রাম উদ্ধার করে। জানা যায়, সেই ড্রামে সৌরভের দেহ ১৫ খণ্ড করে তা রেখে দিয়ে তাতে সিমেন্ট দিয়ে সিল করা রয়েছে। এরপরই সন্দেহের তির যায় সাহিল ও মুসকানের দিকে। গ্রেফতার হয় ২ জন। জানা যায়, সৌরভকে খুনের পরই তারা পাহাড়ে বেড়াতে যায়। হোলির পার্টিতে উৎসবও করে। তবে শেষমেশ তারা পুলিশের জালে আটকে যায়।

এদিকে, জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সাহিলের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত মুসকান। এর আগে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৬ সালে মুসকানকে বিয়ে করেছিলেন সৌরভ। সদ্য মুসকানের স্বামী সৌরভ লন্ডন থেকে মিরাটে এসেছিলেন তাঁদের ছোট্ট মেয়ের জন্মদিন উপলক্ষ্যে। সেই জন্মদিনে মুসকান ও স্বামী সৌরভের সঙ্গে তাঁদের ছোট্ট মেয়েকেও নাচের তালে মাততে দেখা যায়, তেমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসে। জানা যায়, সেই ঘটনার পরই সৌরভের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *