রাজ্যপালকে চিঠি বিজেপি সাংসদের‌

Spread the love

মৃদু হৃদযন্ত্র বিকল হওয়ার জেরে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। এখনও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। এই আবহে এবার হঠাৎ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে সওয়াল করলেন বিজেপি সাংসদ। কারণ বিজেপি সাংসদের দাবি, তৃণমূল কংগ্রেস পুরোপুরি পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করে দিতে চায়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর এবং অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন তিনি। এমনকী চিঠি দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। তাতে স্কুল সার্ভিস কমিশন তুলে দেওয়ার দাবি জানান বিজেপি সাংসদ।

কিন্তু কেন এমন চিঠি লিখলেন বিজেপি সাংসদ?‌ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। এমনকী পার্থ বিরোধী কথাও শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা–নেত্রীদের মুখ থেকে। এমনকী পার্থর জন্য কেউ সহানুভূতি পর্যন্ত দেখায়নি। এই কারণেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে সাংসদ জ্যোতির্ময় লেখেন, ‘এসএসসি মামলায় মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। রাজ্য সরকার চালিত এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে নিজেকে সরিয়ে নেন উনি। অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের নিরাপদ আশ্রয়স্থল এসএসকেএম।’‌

বিজেপির এই সাংসদ নানা সময়ে নানা জায়গায় আগে চিঠি পাঠিয়েছেন। এবার চিঠি সরাসরি তিন জায়গায় পাঠিয়ে বসলেন। আর ওই চিঠিতে জ্যোতির্ময়ের বক্তব্য, ‘‌বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি, মামলা যখন নিষ্পত্তির মুখে তখন তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছে। চিরদিনের মতো মুখ বন্ধ করে দিতে চাইছে। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পার্থর নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি আপনাকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোনও ক্ষতি হলে বিচারপ্রক্রিয়ার উপর প্রভাব পড়বে। দুর্নীতির সত্যতা জানতে পারবেন না পশ্চিমবঙ্গের মানুষ। বাংলার স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। স্কুল সার্ভিস কমিশন পাকাপাকিভাবে তুলে দিন। যোগ্য প্রার্থীদের ন্যায়বিচার দিন। পার্থ চট্টোপাধ্যায়কে নিরাপত্তা দিন।’

‌এই স্কুল সার্ভিস কমিশনকে তুলে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর জোর চর্চা শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে পৃথিবী থেকে সরিয়ে দিলে গোটা বিষয়টি ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজেপি সাংসদ। তাই তাঁর কথায়, ‘বরাবর চাকরিপ্রার্থীদের স্বার্থ বিরোধী কাজ করেছে স্কুল সার্ভিস কমিশন। মূল্য চোকাচ্ছেন যোগ্যরা। কমিশন একেবারে অযোগ্য, তাদের অস্তিত্ব অর্থহীন। স্কুল সার্ভিস কমিশন একটি ব্যর্থ প্রতিষ্ঠান। শুধু তৃণমূল সরকারের আমলেই নয়, বাম জমানা থেকেই। দুর্নীতির শিকড় এত গভীরে যে নিরাময় করা সম্ভব নয়। এটা ভেঙে দিয়ে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করুন।’‌ পাল্টা জ্যোতির্ময়কে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এত অশিক্ষিত লোক হলে যা হয়, তা বলে যাচ্ছে। এসএসসি ভাঙা যায়? পার্থ চট্টোপাধ্যায় যদি নিরাপত্তা চেয়ে থাকেন, ওঁরা দিয়ে দিন নিরাপত্তা।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *