রামনবমীর সকালে সোজা সাপটা দিলীপ ঘোষ

Spread the love

রামবিরোধী আর রাষ্ট্রবিরোধী সমর্থক। রামবিরোধীদের মতো রাষ্ট্রবিরোধীরাও শেষ হয়ে যাবে। রামনবমীর সকালে মেদিনীপুরের গোপগড়ের গোপনন্দিনী মন্দিরে পুজো দিয়ে এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন গোপগড়ে রামনবমীর বাইক মিছিলের উদ্বোধন করেন দিলীপবাবু। বাইক মিছিলে অংশগ্রহণ করেন বেশ কয়েকশ রামভক্ত।

এদিন দিলীপবাবু বলেন, ‘যারা রামবিরোধী তারা রাষ্ট্রবিরোধী। রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। দু’জনকে সমান চোখে আমরা দেখি। রামবিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, রাষ্ট্রবিরোধীরাও ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কোণায় কোণায় এক সময় বোমা, বন্দুক, মাইন ফাটত। সব ঠান্ডা হয়ে গেছে। রামভক্তরা জেগেছে রাষ্ট্রবিরোধীরা ঠান্ডা হয়ে গেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে গুয়াহাটি কোথাও বোম বন্দুকের আওয়াজ নেই। খালি পশ্চিমবাংলায় আছে।’

দিলীপবাবুর দাবি, ‘ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বগুরু হবে। উন্নত দেশ হবে। আর রামের আদর্শকে নিয়ে এগোবে। তাই প্রতি নিয়ত রামনবমীকে নিয়ে উৎসবের সংখ্যা বাড়ছে, উৎসাহ বাড়ছে।

পুলিশের কাজ বাধা দেওয়া নয়। উৎসব যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য সহযোগিতা করা। তারা উলটো করলে ব্যাপারটা উলটো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *