রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে কার পক্ষ নিলেন জন আব্রাহাম?

Spread the love

গত শুক্রবার মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘দ্যা ডিপ্লোম্যাট’। শুক্রবার সিনেমা হলে, ছবির প্রচারের সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে শোনা যায় জন আব্রাহামকে(John Abraham)। দুই দেশের যুদ্ধে তিনি কার হয়ে কথা বললেন? কেনই বা বললেন?

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে জন বলেন, ‘এই যুদ্ধে আমি রাশিয়ার পক্ষে কারণ আমি যুদ্ধ চাই না। আমি চাইনা রাশিয়া বা ইউক্রেনের কোনও মানুষ আর মারা যান। তবে এই যুদ্ধে আমি রাশিয়ার পক্ষে, কারণ ৩০ বছর ধরে রাশিয়া ন্যাটোকে আসতে নিষেধ করছিল, কিন্তু কেউ তা শোনেনি। অবশেষে যুদ্ধের ঘোষণা করে রাশিয়া।’

অভিনেতা ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘আমাদের দেশ রাশিয়ার তেল কিনবে কি কিনবে না সেটা অন্য কেউ নির্ধারণ করতে পারে না। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর একজন অসাধারণ কূটনীতিবিদ।’

অভিনেতা আরও বলেন, ‘অনেকেই বলবে যে আমি একজন অভিনেতা তাই এই বিষয়ে কথা বলা আমার সাজে না। আমি জানি আমি একজন সংখ্যালঘু। আমার মা একজন জরাথুস্ট্রিয়ান, আমার বাবা একজন সিরিয়ান ক্রিশ্চাম। তবে আমি আমার দেশে যতটা নিরাপদ বোধ করি, তেমনটা কোথাও কখনও করিনি।’

প্রসঙ্গত, আমেরিকার মধ্যস্থতায় ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। তবে অদূর ভবিষ্যতে এই যুদ্ধ চলবে কিনা তা স্পষ্ট নয়। কারণ রাশিয়ার তরফ থেকে টানা যুদ্ধ বিরতিতে সম্মতি পোষণ করেননি কেউ, বরং রাশিয়া এমন কিছু শর্ত আরোপ করেছে যা মেনে নিতে নারাজ ইউক্রেন।

উল্লেখ্য, গত শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ছবি ‘দ্যা ডিপ্লোম্যাট’। এই সিনেমাটি ভারতীয় নাগরিক উজমা আহমেদের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ২০১৭ সালে উজমা এক পাকিস্তানিকে বিয়ে করে পাকিস্তানে চলে যান, সেখানে অকথ্য অত্যাচারের শিকার হন। পরবর্তী সময়ে তিনি ভারতে ফিরে স্বীকার করেন যে তাঁকে বন্দুক দেখিয়ে বিয়ের জন্য জোর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *