আইপিএলের আঁটোসাটো শিডিউলের জন্য এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনওরকম সেলিব্রেশনের সুযোগ পায়নি ভারতীয় ক্রিকেট দল। ৮ মাস আগে যখন জুনের শেষে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিতেছিল, এরপর রোহিত শর্মা-হার্দিক পাণ্ডিয়ারা মুম্বই বিমানবন্দর হোক বা দিল্লি বিমানবন্দর, কিংবা মেরিন ড্রাইভ। যেখানেই গেছিলেন কাতারে কাতারে মানুষের ঢল নেমেছিল। এবার অবশ্য সেরকম হুড খোলা বাসে করে ক্রিকেটারদের ঘোরার কোনও প্ল্যানিং করেনি বিসিসিআই, কারণ ক্রিকেটারদের যোগ দিতে হচ্ছে আইপিএলের নিজের নিজের ক্যাম্পে।
এবারে কোনও রোড শো করবে না ভারতীয় দল
সোমবারই ভারতীয় দলের ক্রিকেটাররা নিউ দিল্লিতে এসে পৌঁছান। রাজধানি আসতেই গম্ভীর, রোহিতদের বরণ করে নেয় আম জনতা। ১৪ বছর পর ওডিআই ফরম্যাটে ফের সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে মুম্বই বা দিল্লি, কোথাও ক্রিকেটাররা সেভাবে রোড শো না করায় ভারতীয়রা নিঃসন্দেহে হতাশ, ক্রিকেটাররাও গতবারে সেই আনন্দ হাতছাড়া করলেন, তা বলাই যায়।
মঙ্গলবারই ক্যাম্পে যোগ দিলেন হার্দিক
এদিকে মঙ্গলবারই মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দিয়ে দিলেন তাঁদের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এক্স হ্যান্ডেলে তাঁর আসার কথা জানিয়ে অধিনায়ককে স্বাগত জানাল ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। গতবার আইপিএলের আগে হার্দিক পাণ্ডিয়া মুম্বইতে যোগ দিলেও সময়টা ভালো যায়নি তাঁর। কারণ দল যেমন তলানিতে ছিল, নিজের পারফরমেন্সেও তেমন নজরকাড়ার মতো কিছু করতে পারেননি হার্দিক, তবে শেষ আট মাসে জীবনে অনেক বদল এসেছে মুম্বই অধিনায়কের।
৮ মাসে জীবনে ওঠা নামা হার্দিকের-
গতবারের আইপএল মে মাসে শেষ হওয়ার পরই জুন মাসে টি২০ বিশ্বকাপ জেতেন হার্দিক, দলের জয়ের ক্ষেত্রে ফাইনালে মুখ্য ভূমিকা রাখেন। এরপর স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের হয় এই তারকার। এবছরের শুরুতে ফের হার্দিক নেমে পড়েন দেশকে ওডিআইতে শ্রেষ্ঠ করার লক্ষ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভারতের দ্বিতীয় স্পেশালিস্ট পেসার হিসেবেই কাজ করেন। তাঁর ভালো বোলিংয়ের জন্যই হর্ষিতকে বসানোর ঝুঁকি নেন রোহিত, এরপর ব্যাটে-বলে নজর কেড়ে দেশকে চ্যাম্পিয়ন করেন বরোদার ছেলে হার্দিক।
হার্দিকের অধিনায়কত্বে খেলবেন রোহিত-সূর্য-স্যান্টনার
আগামী আইপিএল শুরু আর দিন দশেক পরই। এরই মধ্যে বড় মজাদার বিষয় হল, হার্দিক পাণ্ডিয়া যে মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়কত্ব করছেন, সেই দলের তাঁর অধিনায়কত্বেই খেলবেন ভারতের টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা। বর্তমানে ভারতীয় দলের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক যিনি সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেললেন মিচেল স্যান্টনার। এছাড়াও হার্দিকের অধিনায়কত্বে খেলবেন ভারতীয় দলের টেস্টে পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা জসপ্রীত বুমরাহও।