রোহিতের অবসর নিয়ে পালটা নির্বাচকদের চাপে ফেললেন সৌরভ

Spread the love

রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma) কি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন? এই নিয়ে তীব্র জল্পনা চলছে। তবে রোহিতের সম্ভাব্য অবসরের কথা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

ওয়ানডে বিশ্বকাপের আগে এখনও দুই বছর বাকি। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গত বছর অর্থাাৎ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। শুধু রোহিত একা নন, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও অবসর নিয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর রোহিতের ওডিআই থেকে অবসর নেওয়া নিয়ে যখন তীব্র চর্চা চলছে, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ৩৭ বছর বয়সী তারকাকে পরবর্তী আইসিসি টুর্নামেন্ট অর্থাৎ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

রোহিতকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ সৌরভের

ইন্ডিয়া টুডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্ধৃতি তুলে দাবি করেছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য রোহিতকে সমর্থন করলেও, তিনি বলটি কিন্তু প্রধান নির্বাচক অজিত আগরকরের কোর্টে রেখেছেন।

সৌরভের দাবি, ‘রোহিত শর্মার অবসর নিয়ে কেন আলোচনা হচ্ছে? এটাও একটা প্রশ্ন হতে পারে? মাত্র কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছে ও। আমি জানি না, নির্বাচকরা কী ভাবছেন, তবে রোহিত খুব ভালো খেলছে। নিউজিল্যান্ডের চেয়ে ভারত অনেক ভালো। ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং তারা এখনও এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত। একই দল খেলবে।’

ভবিষ্যৎ নিয়ে আগরকরের সঙ্গে আলোচনায় বসবেন ভারত অধিনায়ক

সংবাদসংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রবিবার ফাইনালের পর আগরকরের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন রোহিত। এমন কী ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে ওডিআই থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন হিটম্যান। তবে ফাইনালের আগে নিজের অবসরের প্রসঙ্গ এড়াতে চেয়েছেন রোহিত। যে কারণে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আসেননি ভারত অধিনায়ক।

রোহিত শর্মার ওয়ানডে অবসর নিয়ে শুভমন গিল

ফাইনালের আগের দিন শুভমন গিলকে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। শুভমন বলেন, ‘ড্রেসিংরুমে বা আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি, এমন কী রোহিত ভাইও আমাদের সবার মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে ভাবছে। তাই এখন সে রকম কিছু আমাদের জানা নেই।’

ফাইনালে ভারত ফেভারিট

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া অপরাজিত। রবিবার (৯ মার্চ) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। আর ফাইনালে রোহিত শর্মা ব্রিগেডকে ফেভারিট বলছেন সৌরভ। তাঁর দাবি, ‘ভারত ফেভারিট। ভারত ভালো ফর্মে রয়েছে। সবাই খুব ভালো ফর্মে আছে। বিরাট কোহলি আছে, শুভমন গিল আছে, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা এবং কেএল রাহুল – প্রত্যেকেই ভালো ফর্মে রয়েছে। ভালো একটা ম্যাচ হবে। ভারতের বোলিং লাইনআপ খুবই ভালো। যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে।’ প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলে, মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি ইভেন্ট জয়ের নজির গড়বেন অধিনায়ক রোহিত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *