মুম্বই ইন্ডিয়ান্সের আইকন রোহিত শর্মার থেকে আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে প্রত্যাশা ছিল অনেক। এর কারণ হল রোহিত চোটের কারণে আগের ম্যাচ মিস করেছিলেন এবং এই ম্যাচে দলে ফিরেছিলেন। রোহিত শর্মা চলতি আইপিএল মরশুমে শুরু থেকেই বেঞ্চ থেকে ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে খেলেছেন, আসলে তাঁর খারাপ ফর্ম একই রয়েছে।
রোহিত শর্মা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) পেসার যশ দয়ালের বলে আউট হওয়ার আগে ৯ বলে মাত্র ১৭ রান করেছিলেন। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো খারাপ ফর্ম কাটিয়ে উঠবেন রোহিত। তবে শেষ পর্যন্ত তা হয়নি। রোহিতের খারাপ ফর্ম বজায় থাকে। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারে সমস্যা এবং রোহিতের দ্রুত আউট হওয়া নিয়ে এবার উত্তর দিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের কোচ মাহেলা জয়বর্ধনে।
মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ স্বীকার করেন যে, বর্তমানে ব্যাটিং এবং বোলিং—উভয় ক্ষেত্রেই পাওয়ারপ্লে-তে দলটা সমস্যায় রয়েছে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, ‘পাওয়ারপ্লে-তে আমরা ব্যাট আর বল, দুই দিক থেকেই সমস্যায় আছি। আগের কয়েকটি ম্যাচেও আমরা পাওয়ারপ্লে-তে প্রচুর রান দিয়ে ফেলেছি। আজকেও প্রথম ওভারেই একটা উইকেট পেয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা তারপর প্রতি আক্রমণ করল, বেশ কিছু ভালো শট খেলল, আর আমরা ঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারিনি। এই জায়গাটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। ওদের শেষ ওভারটা (পাওয়ারপ্লে-র) অনেক বড় হয়েছিল, যেটা আমাদের অনেক ক্ষতি করেছে।’
আইপিএল ২০২৪ থেকে রোহিত শর্মা বামহাতি পেসারদের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়ছেন। পরিসংখ্যান বলছে, এই সময়ে তিনি ১৭ ইনিংসে সাতবার আউট হয়েছেন বামহাতি সিমারদের বলে। রোহিতের আউট হওয়া এবং রান না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়বর্ধনে মূল কৃতিত্ব দেন যশ দয়ালের বোলিং-কে। রোহিত শর্মাকে নিয়ে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার এই কিংবদন্তি বলেন, ‘অবশ্যই, ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বাঁহাতি পেসাররা চিরকালই একটা চ্যালেঞ্জ। এটা অনেকদিন ধরেই চলে আসছে, অনেক দল এটা করে থাকে। এটা একটা প্রাকৃতিক অ্যাঙ্গেল, যেটা স্পেস তৈরি করে। তবে আমি জানি, রোহিত এটা নিয়ে কাজ করছে, প্রচুর অনুশীলন করছে। ও খুব অভিজ্ঞ খেলোয়াড়।’
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে আরও বলেন, ‘আমি মনে করি না এটাকে খুব বড় করে দেখার দরকার আছে। ও আমাদের জন্য ভালো শুরু দিতে চাইছিল, আর কয়েকটা দারুণ শটও খেলেছে। যশ খুব ভালো বল করেছিল—লেট সুইং, ফুলার লেংথে বল—যেটা রোহিতের ডিফেন্স ভেদ করে ঢুকে পড়েছিল। এত বছর খেলার পর মাঝে মাঝে বোলারকেও কৃতিত্ব দিতে হয়। তাই আমি ব্যাপারটাকে অত গুরুত্ব দিচ্ছি না, তবে হ্যাঁ, এটা নিয়ে রোহিত অবশ্যই পরিশ্রম করছে।’